ক্ষয়িষ্ণু ইচ্ছেগুলো....
কিছু একটা করবো, অসম্ভব কিছু একটা-
ভাবতে ভাবতেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। নির্ঘুম রাত কাটে কিছু একটা করার বাসনায়। সেই পথ দিয়ে চলে গেছে সোনালী কৈশোর, ছেলেবেলা, ক্ষয়িষ্ণু যৌবন। পেছনে বাড়তে থাকে নিষ্প্রাণ দেহটি।
কিছু একটা করতেই হবে।
পাতা ঝরলে পাতা গজাবে না এ শরীরে।
শুধু নাম না জানা নির্ঘুম পাখি ঘোষনা করবে এ শীত একটু বেশিই স্থায়ী হবে, বুঝিবা শেষ হবে না কখনো।
কিছু একটা করতে হবে ভাবতেই দেখি-
গতির সাথে পাল্লা দিতে গিয়ে পাখনাটাই খসে গেছে। অসমাপ্ত রয়ে গেছে আমার কিছু করার সংকল্প। কমতে শুরু করেছে আয়ুর অঙ্ক।
কত কিছু করার ইচ্ছে....
অথচ মিলিয়ে যাচ্ছে বাড়িফেরার পথ।
বাম অলিন্দ পাথর হতে হতে লিখবে শুধু অর্থহীন দিনের পান্ডুলিপি।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




