'সবকিছু আমরাই করেছি'- সেই গল্প এবং ......
একটা ছেলে রোজ ১৭/১৮ ঘণ্টা পড়ার পরেও ফেল করায় তার বাবা চ্যালেঞ্জ করে ছেলের দেওয়া পরীক্ষার উত্তরপত্র দেখতে চান। উত্তরপত্রটা এরকম ছিল:-
প্রশ্ন- বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কবে?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশ কবে স্বাধীন হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- ভাষা আন্দোলন কবে হয়েছিল কবে?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশে সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব কবে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশে মোবাইল ফোন চালু হয় কবে থেকে?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশে এরোপ্লেন ওড়া কবে থেকে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশে ইমেইল, ফেসবুক কবে চালু হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশে ব্যবসার সম্প্রসারণ কবে থেকে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।
প্রশ্ন- বাংলাদেশ প্রথম কম্পিউটার কবে এসেছিল?
উত্তর- ২০১০ সালের পর।
(এগুলো সব পজিটিভ প্রশ্নের জবাব.... নেগেটিভ প্রশ্ন এবং তার জবাব ব্যক্তিগত নিরাপত্তার জন্য উল্লেখ করা গেলোনা)
এগুলো দেখার পর ছেলেটির বাবা বাড়ি এসে ছেলেটিকে সপাটে একটা চড় মেরে বললো-
"এসব ভুলভাল কেন লিখে এসেছিস"?
ছেলেটা সরলভাবে বলল, "তোমার জন্যই তো, তুমিই তো সবসময় বলো, আওয়ামী সরকারের আগে দেশে কিছুই হয়নি। যা হয়েছে সব আওয়ামী লীগ আর শেখ হাসিনাই করেছে। আর আমিতো বই অন্যকিছু পড়েছিলাম। কিন্তু আমি তোমার ওপর ভরসা করে তোমার কথাগুলোই লিখে এসেছি। ভাবলাম বইয়ের কথাগুলো ভুল আর তুমি যেটা বলছো সেটাই ঠিক। আমি কি করে জানবো যে তুমি মিথ্যে কথা বলছিলে"।
(২০১৮ সনে ফেসবুকে লিখেছিলাম)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



