আয়ুর্বেদ চিকিৎসা প্রসঙ্গে.....
যদিও সর্দি কাশি নেই তবুও গত কয়েক মাস যাবত প্রায়শই অন্যকোনো রকম উপসর্গ ছাড়াই আমার নাক বন্ধ হয়ে যায়! ঘুমানোর সময় সমস্যাটা প্রকট হয়। নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে এক্স-রে, মেক্সরে করিয়ে নাকের ভিতর কোনো সমস্যা পাওয়া যায়নি। কয়েক মাস এলার্জির ওষুধ ছাড়াও আরও একগাদা ওষুধ খেয়ে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। নেজাল ড্রপ/স্প্রে ব্যবহার করলে সাময়িক উপশম হলেও কিছুদিন পর আবারও একই সমস্যায় ভুগি!
একজনের পরামর্শে হোমিওপ্যাথিক চিকিৎসক দেখিয়ে দুই মাস সুস্বাদু ওষুধ খেয়ে উপকার পাইনি। স্বীয়শক্তি বলে বিশিষ্ট চিকিৎসক 'ডক্টর গুগল' ঘেটে যত রকম টোটকা ভেষজ ওষুধ আছে তাও ব্যবহার করেছি। হঠাৎ মনে হলো, "দেখা হয়নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে দুই পা ফেলিয়া!"- আমার ঘরের কাছেই হামদর্দ আয়ুর্বেদ এর বিরাট একটা মনোরম আউটলেট। তাছাড়া ভেষজ ওষুধে আমার আস্থা আছে।
গেলাম ওখানে।
দড়জায় লেখা- "ভিজিট ফি ছাড়া অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রেশক্রিপন দেওয়া হয়"।
বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মাজহারুল ইসলাম মহোদয় আমার সমস্যা বলতে বললেন... আমি বলতে শুরু করি-"বেশ কয়েক মাস যাবত কদিন পরপরই নাক বন্ধ হয়ে যায়..."- এইটুকু বলা মাত্রই অভিজ্ঞ ডাক্তার সাহেব গড়গড়িয়ে বলে যান- "নাকে কোনো গন্ধ পান না, নাক দিয়ে রক্ত পরে... কাশতে কাশতে বমি উগড়ে আসে- কিন্তু বমি তেমন একটা হয়না... সব সময় জরজর লাগে, কপালে, চোয়ালে ব্যাথা, কান বন্ধ হয়ে যায়... টনসিলাইটিস প্রব্লেম, ঠান্ডায়, রোদ্দুরে ব্যাথা বাড়ে... বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরিয়ে চোখে ঝাপসা দেখেন, ঘুমালে মুখ দিয়ে লালা নিঃসরণ হয়...কোভিড-১৯!"- আমি তাকে থামিয়ে দিয়ে বলি- 'আমার শুধু নাক বন্ধ হয়ে যায়- ঘুমের সমস্যা হয়'।
চেম্বারে আমি ছাড়া কোনো রোগী নাই, ডাক্তার তিনজন, সেলস ম্যান দুইজন, একজন একাউন্ট্যান্ট। ডাক্তার মাজহার সাহেব খুব আন্তরিকতা নিয়ে আমার ব্যক্তিগত বিষয়াদি (আমার পেশা, কোথায় থাকি, ভাড়া বাড়ি না নিজের বাড়ি, স্ত্রী-সন্তানেরা কে কি করে ইত্যাদি ইত্যাদি) জানলেন....তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, মুরব্বী, আপনার জন্য "রিতীমত মেডিক্যাল বোর্ড বসিয়ে" প্রেসক্রিপশন করা হবে। মেডিক্যাল বোর্ডের জন্য কোনো ফিস নেওয়া হয়না। ইতোমধ্যেই আমি হামদর্দ এর ঔষধের নাম, কার্য্যকরিতা, দাম লেখা একটা বই চেয়ে নিয়ে পড়তে থাকি.........
ডাক্তার মাজহার তার দুইজন 'কম বিশিষ্ট ডাক্তার' নিয়ে আমার জন্য "রীতিমত মেডিক্যাল বোর্ড বসিয়ে" ইয়া বড়ো এক প্রেসক্রিপশন করলেন... তিন মাস ওষুধ খেতে হবে... একাউন্ট্যান্ট কম্পিউটারে হিসাব করে 'মুরব্বীর জন্য ৫% ডিসকাউন্ট' দিয়ে ৮,৮৭৬/- দাম বললেন।
আমি ওষুধের প্যাকেটে ওষুধের কার্য্যকারিতা লেখা পড়ে বলি- এসব ওষুধের অনেক গুলোই আমার অসুস্থতার সাথে যায়না। তখন "অভিজ্ঞ ডাক্তার" সাহেবের নির্দেশে জুনিয়র লেডি ডাক্তার জাকিয়া সুলতানা (মেডিক্যাল অফিসার) আমাকে 'ভেষজ মেডিসিন কম্বিনেশন' ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝালেন- কেনো আমাকে পেটভরে এত্তগুলা ওষুধ খেতে হবে.........
প্রথমত, 'ভেষজ মেডিসিন কম্বিনেশন' ব্যাখ্যা আমার মনপুত হয়নি।
দ্বিতীয়ত, তিন চিকিৎসকের ভাবসাব দেখে মনে হয়েছে 'যত বেশী ওষুধ বিক্রি তত লাভ'!
তৃতীয়ত, সস্তা চিকিৎসার আশায় ইতোমধ্যেই আমি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তিন হাজারের বেশী টাকা এবং দুই মাস অপচয় করেছি। আবার এখানেও ঔষধের নামে অপ্রয়োজনীয় পণ্য কিনে টাকার শ্রাদ্ধ করার ইচ্ছা নাই।

আমি লিফলেট পড়ে মেডিক্যাল বোর্ডের দেওয়া প্রেসক্রিপশন থেকে দুইটা ওষুধ সিলেক্ট করে কিনতে চাইলে ওনাদের অনুরোধ/চাপাচাপিতে তিনটা ওষুধ কিনি। প্রতিটি ওষুধের কার্যকারিতা অপরিসীম! বিস্তারিত লিখে সময় নষ্ট না করে সবচাইতে ছোট এবং কম দামের ওষুধটার কার্যকারিতা বর্ণনা করছিঃ-
ওষুধের নাম- কুলজম(১.৫ মিগ্রা)। দাম- ৭০/-
নাকের ড্রপ। এই ওষুধের কার্যকারিতাঃ মাথাব্যথা, দাঁতব্যাথা, কানব্যাথা, পোড়া, কফ, কাশি, সর্দি, পোকা, মাকড়ের কামড়, খোসপাঁচড়া, চুলকানি, নাক দিয়ে রক্ত পরা, নিউমোনিয়া, কোমরের ব্যাথা, পেটের অসুখ, কলেরা, প্লেগ ও অন্যান্য মহামারী চিকিৎসায় অব্যর্থ (এভাবেই লিফলেটে লেখা)!

পাপিয়া, শাহেদ, সাবরিনাদের মতো এই প্রতিষ্ঠানের কর্তাদেরও মহামান্যদের সাথে তোলা ছবির ব্যবসা লক্ষণীয়। ওষুধের সাথে "স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন হামদর্দ সমাচার" ফ্রি দিয়েছে- যার প্রথম এবং ব্যাক পেজের ছবি দিলাম....যা দেখেই বুঝতে পারবেন...
হামদর্দের বিজ্ঞাপনঃ-
"হামদর্দ -এর ওষুধ গ্রহণ করুন
কোভিড-১৯ কে জয় করুন।"
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



