কেউ কথা রাখে না" সুনীলবাবু.....
"কেউ কথা রাখে না" সুনীলবাবু.....
শরৎ বাবু, আমিও জানিনা- সে এখন কোথায় কেমনা আছে!
নীরাও কথা রাখেনি!
আপনি ভালোবাসায় তাকে অমর করে দিলেন। প্রতিটি কবিতায় তার মুখ, তবু নীরা ভালোবাসেনি আপনাকে। আমিও তো নিজেকে উৎসর্গ করে তাকে ভালোবাসতে চেয়েছিলাম, তবুও সে কথা রাখলো না। কতটা ভালোবেসে লিখতেন? বোষ্টুমি তার অন্তরাটুকু শুনিয়েছিল।
কেন লিখলেন না- বিশ্বাস ভঙ্গের বেদনা আপনাকেও ছুঁয়েছিল আমারই মতো?
কত চন্দ্রভূখ অমাবস্যা পার হলাম, তবু সে তো আসেনি!
নাদের আলীরা মুখ লুকিয়ে বেঁচে থাকে এখন, তিন প্রহরের বিল গ্যাছে শুকিয়ে। লাঠি লজেন্সের দাম বেড়েছে, অসহায় দারিদ্রতা এখনো পায় না ছুঁতে ওদের। সুন্দরী রমণীরা সত্যিই ফিরেও তাকায় না আমার দিকে। আর আমি শ্বাসকষ্টে ভোগা রুগীর মতো হাফ টেনে টেনে এক ক্লান্তিকর যাত্রাপথে উড়িয়ে যাচ্ছি ধুলো।
বাবা আজ নেই।
ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে ছুটে গেছি, পেরিয়েছি দুর্গম পথ,
......একশ আটটি নীল পদ্ম নয়, সহস্র পদ্মে করেছি আরাধনা, তবু কথা রাখেনি! ঠকতে ঠকতে বিশ্বাস করেছিলাম, কেউ কেউ কথা রাখে।
লবণাক্ত দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কালের কপোলতলে। এই কবিতা মিথ্যে প্রমাণ করতে বাজি রেখেছি জীবন, তবু হারতে হারতে বলে যাই সুনীল বাবু, আপনি সত্যিই লিখেছিলে,"কেউ কথা রাখে না।"
- "তবু মাঝে মাঝে আশা জাগে কেন?
আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেন..........'
শরৎ বাবু, আপনিও জানেননা-
আপনার 'গফুর মহেষ এখন
কোথায় কেমন আছে"
আপনি জানেননা-
"হারিয়ে গেছে কোথায় কখন
আপনার আমিনা!"
শরৎ বাবু, আমিও জানিনা- সে এখন কোথায় কেমন আছে!
আমার এই এ চিঠি পড়বে কিনা জানি না........
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




