ব্রুড প্যারাসাইট!
cocco
আমরা ছোট বেলা থেকে শুনে এসেছি কোকিল বাসা বাধেনা। এরা কাকের বাসায় ডিম পারে। কিন্তু কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন? এই প্রশ্নের উত্তরে অনেকেই মনগড়া উত্তর দেয়। কেউ আবার পৌরাণিক গল্প বানিয়ে বলে দেয়।
নিজে বাসা না বানিয়ে অন্য পাখির বাসায় ডিম পাড়ে এবং ঐ পাখির তত্ত্বাবধায়নে নিজের সন্তান বড় করে নেয় তাকে ব্রুড প্যারাসাইট পাখি বলে। ব্রুড প্যারাসাইট পাখি কখনোই নিজের সন্তানকে মমতা দিয়ে বড় করে না। ডিম কিম্বা সন্তানের দায়িত্ব সবসময় পোষক পাখির উপর ছেড়ে দেয়। ব্রুড প্যারাসাইট পাখি যে পাখির তত্ত্বাবধায়নে সন্তান বড় করিয়ে নেয় তাকে পোষক পাখি বলে।
আমাদের দেখা কোকিল হলো একটি ব্রুড প্যাসাইট পাখি। কোকিলের ডিমের সাথে কাকের ডিমের রং ও আকৃতিগত পার্থক্য আছে। কিন্তু কাক সেটা বুঝে ওঠার আগেই কোকিল কাকের ডিম বাসা থেকে ফেলে দেয়। সুযোগ বুঝে এরা যখন পোষক পাখির বাসায় ডিম পারে এবং গুণে গুণে নিজের ডিমের সংখ্যার সমান সংখ্যক পোষকের ডিম বাসা থেকে ফেলে দেয়। পোষক পাখি নিজের ডিমের সাথে ব্রুড প্যারাসাইট এর ডিমের পার্থক্য করতে পারে না। নিজের ডিম ভেবে অন্য পাখির ডিমে তা দেয় এবং বাচ্চা ফোটায়। এই প্যারাসাইট কোকিলের বাচ্চারা প্রাকৃতিক ভাবেই খাবার বেশি খাওয়ার জন্য দেহের আকৃতি কাকের বাচ্চার চেয়ে বড় হয়। সংগতই এদের শক্তি বেশি থাকে। এই শক্তি ও দেহের আকৃতি কাজে লাগিয়ে এরা কাকের বাচ্চাকে বাসা থেকে ঠেলে বাইরে ফেলে দেয়। ভাবা যায় কতটা অকৃতজ্ঞ যার খায় তারই সন্তানকে হত্যা করে। কাক কত বোকা যে কোকিলের বাচ্চা আহার যোগানোর জন্য সারাদিন খেটে মরে।
প্রথম দিকে ছানাদের গায়ে কোন পালক থাকে না তাই কাক বাবা-মা এদের চিনতে পারে না। কাকের বাসায় বাজ পাখি, সাপ হানা দিলে এই কোকিলের ছানারা একধরণের বাজে গন্ধ ছড়িয়ে দেয়, এই গন্ধ সহ্য করতে না পেরে শিকারি পলায়ন করে।
সহজ কথায়, ব্রুড প্যারাসাইট বলা হয় সেই সমস্ত প্রাণীদের যারা প্রজন্ম জন্ম দেয় ঠিকই তবে তারা বাচ্চা বড় করার দায়িত্ব দেয় অন্যের ঘাড়ে! এক কথায় এরা হচ্ছে পরজীবী। ব্রুড প্যারাসাইট ঠিক যার বাসায় তার ডিম ছেড়ে আসে চালাকি করে সেখান থেকে একটা ডিম সরিয়ে ফেলে এবং হুবুহু সেই হোস্ট বাসার ডিমগুলোকে অনুকরণ করে।
এতেই শেষ?
না, একদম না। বেঁচে থাকতে হলে প্রতিযোগী কমাতে হবে যেটা তাদের জীন পুলের অভিজ্ঞতায় বিদ্যমান। তাই বেশির ভাগ সময়ই জন্ম নিয়েই নীড়ের বাকি ডিমগুলোকে পিঠের সাহায্যে ফেলে দেয়! ব্যাস এই পরজীবী বাচ্চা হয়ে গেলো তাদের আশ্রিত বাবা মায়ের সন্তান!
এক অর্থে, প্রাকৃতিক নিয়মে আমরা মানুষেরাও একেকজন খুনী। মায়ের গর্ভেই আমাদের সাথে নিষিক্ত হওয়া লক্ষ-কোটি অন্য ভ্রুণকে হত্যা করে আমার, আপনার, আমাদের সবার জন্ম.... কাজেই আমরা স্পেশাল কিছুই না। আর দশটা প্রাণীর মতো ক্রুয়েল সারভাইভাল আমাদেরও।
তথ্যসুত্রঃ এনিমেল প্ল্যানেট চ্যানেলে দেখা 'ব্রুড প্যারাসাইট'- পর্ব ২৬ থেকে।
ইউটিউব থেকে ব্রুড প্যারাসাইট সিরিজের ভিডিও লিংক নিয়েছি।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




