শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে সিদ্ধান্ত নেই- ফেরার পথে শুধুমাত্র শেখ পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেখে নামগুলো লিখে নিয়ে যাবো....
গোপালগঞ্জ সদর উপজেলা পেরিয়ে টুংগীপাড়া ঢুকতেই বংগবন্ধু গেইট- যার একপাশে বংগবন্ধুর আবক্ষ মূর্তি, অন্যপাশে শেখ হাসিনার আবক্ষ মূর্তি।
টুংগীপাড়ার শেষ সীমান্ত কিম্বা উল্টো দিক থেকে টুংগীপাড়া ঢুকতেই বিশাল শেখ হাসিনা গেইট। যার একপাশে শেখ হাসিনার আবক্ষ মূর্তি, অন্যপাশে শেখ মুজিবের আবক্ষ মূর্তি। আমাদের মাইক্রোবাস ড্রাইভার ৩৮ বছর বয়সী গিয়াসউদ্দিন এর বাড়ি খোদ টুংগীপাড়া, তাই এলাকার সবকিছুই ওর চেনাজানা। পূর্ব-সিদ্ধান্তে পিরোজপুর থেকে ফেরার পথে দেড় ঘন্টা অপচয় করে 'শেখ' যুক্ত যেসব স্থাপনাগুলোর নাম সংগ্রহ করতে সক্ষম হয়েছি, সেইসব নামের তালিকাঃ-
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয় কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, শেখ কামাল আধুনিক স্টেডিয়াম, শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়াম, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, মৌলভীপাড়া শেখ ফজিলাতুন্নেছা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল, বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু স্মৃতি ভবন (আইনজীবী সমিতি), শেখ মুজিব আদর্শ উচ্চ বিদ্যালয় (বোড়াশী ইউনিয়ন), টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্স, শেখ মুজিবুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ সাহেরা খাতুন রেড ক্রিসেন্ট হাসপাতাল, খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (এই কলেজের প্রতিটি ভবনের নাম শেখ পরিবারের কোনো না কোনো সদস্যদের নামে নামকরণ করা হয়েছে), শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ(এই কলেজটি এই এলাকার বাইরে হলেও টুংগীপাড়ায়ের লিয়াজো অফিস), সিঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, শেখ রাসেল শিশু নিকেতন, শেখ রাসেল সংস্থা, শেখ রাসেল খেলাঘর, শেখ রাসেল শিশু নিকেতন, শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র, বঙ্গমাতা কিন্ডার গার্টেন এন্ড স্কুল, শেখ মুজিব স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ মুসা উচ্চ বিদ্যালয়, বালাডাঙ্গা শেখ মারুফ কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু স্মৃতি পুলিশ ভবন, শেখ লুত্ফর রহমান সেতু (পাটগাতী সেতু), কোটালীপাড়া উপজেলা বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স, শেখ লুত্ফর রহমান সরকারি আদর্শ মহাবিদ্যালয়, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়, শেখ রাসেল মহাবিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলায় বেগম ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসা। সব মিলিয়ে শেখ পরিবারের সদস্যদের নামে জেলার ৫ উপজেলায় অন্তত ৪০ টি ক্লাব, সমিতি রয়েছে- যার সবগুলোই সাবেক প্রধানমন্ত্রীর তহবিল সহায়তা ছাড়াও টি আর/ কাবিখা কিম্বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পেয়েছে।