স্মৃতির সেই পথে আজও......
আজ একটা কাজে ধানমণ্ডি গিয়েছিলাম....
ধানমণ্ডি ছয় নম্বর রোডে ধানমণ্ডি মডেল থানা....এখন আর একতলা ভবন নাই। চারতলা সুদৃশ্য ভবন। তার পশ্চিম পাশের বহুতল আবাসিক ভবন- আমার স্মৃতিতে আজও অম্লান!
একটা সময় যে জায়গাটা যে মানুষটা আর যে অভ্যাসগুলো ছাড়া জীবনটাকে ভাবাই যেতো না, বলতে গেলে প্রায় অসম্ভবই ছিলো
এখন কিন্তু সেইসবকিছু ছাড়াই দিব্যি চলে যায়। সময়ের সাথে সাথে কি অদ্ভুতভাবে সম্পর্কগুলো চোখের সামনে দিয়ে শেষ হয়ে যায়.....
মনে হয় এইতো সেদিন- আমার খুব কাছের একজন আমাকে বলেছিলো, মানুষ কি কারনে অন্যসব প্রানী থেকে আপডেট- জানো,কারন সে মিথ্যা বলতে পারে, গল্প বানাতে পারে, যদিও কথাটা প্রথম প্রথম মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছিল,
তবে সেটা বড় অপ্রিয় সত্য।
"তুমি শুধুমাত্র একটা সিদ্ধান্ত দূরে
একটা ভিন্ন জীবন থেকে।"- Mark Batterson
তাই একটা সিদ্ধান্ত নিও এবং ভিন্ন একটা জীবনে চলে যেও।
দুঃখে থাকলে দুঃখী অবস্থায় সুখ প্রাপ্তির উদ্দেশ্যে শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিও এবং সুখী জীবনে চলে যেও।
ভালো থেকো, ভালো রেখো।
পজিটিভ থেকো এবং পজিটিভ মানুষদের সাথে থেকো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ- নেগেটিভ মানুষদের থেকে দূরে থেকো এবং তারচেয়েও গুরুত্বপূর্ণ হলো নিজেকে নেগেটিভ মানুষ হতে না দেওয়া।
মনে রেখো- সবাই আমি না।
"BE HAPPY AND SPREAD HAPPINESS THROUGHOUT."
আর তার সাথে এটাও একটা তিতা সত্য যে মানুষ খুব সহজেই সব ভুলে যায়, পাল্লা দিয়ে সময়ের সাথে জীবনের প্রয়োজনে সবকিছুই মুছে ফেলে...বদলে ফেলে সেলফোন নম্বর, বাড়ির ঠিকানা কিন্তু সব স্মৃতিই কি মুছে ফেলা যায়?
(যাহার জন্য প্রযোজ্য)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



