প্রতিযোগিতার এই দুনিয়ায় এখন আর কেউ নিজের মতো হতে চাই না, হতে চাই বিশ্ববরেণ্যদের মতো। শিশুকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতা। সব ছাত্রদের মাথায় জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার হতেই হবে!
আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। প্রাকৃতিক নিয়ম চ্যালেঞ্জ করে সবাইকে লম্বা হতেই হবে, তা যেভাবেই হোক... ঘাড় টানতে টানতে মাথা ছিড়ে যাক- তবুও লম্বা হতে হবে!
(০১) আমরা ভুলে যাই- কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন- তিনি নেলসন মেন্ডেলা।
(০২) এক পিতৃপরিচয়হীন যুবক, তার থাকার নিজের কোনো ঘর ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ফেলে দেওয়া কোকের বোতল কুড়িয়ে দিনে পাঁচ সেন্ট কামাই করতেন, যা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে সেই দূরদেশের সনাতন ধর্মাবলম্বীদের এক মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য। তাঁর নাম- স্টিভ জবস। তিনি অ্যাপল, পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও।
(০৩) বিল গেটস। মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার সেই তিনিই ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন।
(০৪) এবার একজন এতিমের কথা বলি- ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক বিখ্যাত বইয়ের লেখন তিনি তার মধ্যে “আমার বিশ্ববিদ্যালয়” একটি, যদিও তিনি কোনদিন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই। তিনি হলেন- বিখ্যাত লেখক, নাট্যকার এবং রাজনীতিবিদ;
-মাক্সিম গোর্কি।
(০৫) আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো। পরিবারে এতই অভাব ছিলো যে, স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যক্তিই একসময় হয়ে উঠে বিশ্বখ্যাত বিপ্লবী নেতা। তিনি হলেন- চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং।
(০৬) আমরা এমন একজনকে জানি, যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতেন। একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য গেলে তাকে বের করে দেওয়া হয়। যে যুবকটি সামান্য অংক মেলাতে পারেনি বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সে-ই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। তিনি হলেন- জন মেজর।
(০৭) আরেক ছেলের বাবা-মা এতটাই গরিব ছিলো যে, তার জন্মের পর নাম রেজিস্ট্রেশন ফিস ১ সেপ (এক টাকা) জোগাড় করতে দু’দিন দেরি হয়। সে-ই আজকের ফুটবল কিংবদন্তী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
(০৮) বাবা ছিলো জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারন অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার। তিনি হলেন:
-জয়সুরিয়া।
(০৯) পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি। সেই তিনিই পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার 'থিউরি অফ রিলিটিভিটি' দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি। তার নাম- আলবার্ট আইনস্টাইন।
(১০) ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিস্কারও করা হয়েছিলো তাকে। তিনি পৃথিবী আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে। তাঁর নাম- টমাস আলভা এডিসন।
(১১) শব্দগুলোকে তিনি উল্টা লিখতেন। পড়ালেখায় একদম শুন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি হলেন- লিওনার্ড ডা ভিঞ্চি।
(১২) পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরষ্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি হলেন-ওয়াল্ট ডিসনি।
(১৩) শব্দের খেলা তিনি বুজতেন না। 7 নাম্বারকে তিনি বলতেন উল্টা নাক!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি হলেন- পাবলো পিকাসো।
আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক, তার ভাবনাগুলো তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কথা নেই! শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা এখানেই।
একটা কথা মনে রাখতে হবে, "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে"! অতএব, আত্মবিশ্বাসী হোন, অনুকরণ নয়, ভালোটুকু অনুসরণ করুন।
(তথ্যগুলো সংগৃহিত এবং সর্বজন জ্ঞাত, লিখেছি নিজের মতো করে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০