আবার আসিবো ফিরে.....
যেখানে গেলে অনেকদূর অব্দি মাঠ দেখা যায়, কচি রোদের তাপে পুড়িয়ে নেওয়া যায় পিঠ। রাতের আলো আঁধারিতে সমস্ত কোলাহল সরিয়ে রেখে খোলা যায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করলেই পোকাদের ডাক। নিস্তব্ধ হয়ে যায় চারপাশ।
ফুলকপি, বাঁধাকপি, মুলো, ধনেপাতা, শীম বরবটি কত কী! নগরের কোলাহল ছেড়ে অনেক দূরে একটা বাড়ি। ক্ষেতের মাঝে সর্ষের ক্ষেত, শীতের আগুন পোহানো রাত, মেথি আর সরষে শাকের সুস্বাদ! আহা!
পুকুরে টলটল পানি। লাল টুকটুক শান বাঁধানো ঘাট। ছিপ ফেলে মাছ ধরা। ফুলের গাছ। শীতের বাহারি আলো। মৌসুমি ফুলের বাগানে জিনিয়া, পিটুনিয়া, গাঁদা- প্রাণভরে গন্ধ নিই। মাটির গন্ধ বড় স্বাদু। ক্যামন যেন মানুষের গন্ধ, জীবনের গন্ধ লেগে থাকে স্পষ্ট। ভালোবাসার কতো রকম গন্ধ হয়!
এসব সবুজে, এসব পালং ফুলকপি মটরশুঁটি দুপুরে, সকলের হাসি আনন্দে জেগে ওঠে দিগন্তের দিনরাত্রি! ছবির দেশে, সবুজের দেশে, আলো হয়ে জেগে থাকে দুপুরের অ্যালবাম। আমার গ্রাম, যেনো সব পেয়েছির দেশ। আবার আসিবো ফিরে.....
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪