এক কিক্ষক তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন যে, শিশুদেরকে কত বছর থেকে সঠিক শিক্ষা দান করা উচিৎ?
১'ম জন বল্ল: জন্মের পর খেকেই তাদেরকে গড়ে তোলা উচিৎ। কারণ শিশুরা চারা গাছের মত যেভাবে পিতা মাতা তাকে গড়ে তুলবেন সে ভাবেই সে বড় হয়।
শিক্ষক: না। উত্তর ঠিক নয়।
২'য় জন বল্ল: সাত বছরের পর থেকে। কারণ শুনেছি যে, জন্মের পর প্রথম সাত বছর শিশুরা নিজেকে রাজা মনে করে তাই কারো কথা শুনতে রাজি না। আর এ জন্যই সাত বছর পর থেকে নামাজের শিক্ষা দেয়ার জন্যও বলা হয়েছে।
শিক্ষক: না হয়নি।
৩'য় জন বল্ল: যেহেতু প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত দ্বীন মাযহাবের কোন হুকুম আহকাম কারোর উপর ফরজ হয়না তাই এ সময়েই আসল শিক্ষা দেয়া উচিৎ।
শিক্ষক: বলতে পারলে না।
৪'র্থ জন বল্ল: হুজুর আপনি বলেন যে কত বছর থেকে শিশুদের শিক্ষা দেয়া উচিৎ।
শিক্ষক বল্লেন: শিশু জন্ম নেয়ার কমপক্ষে ৩০ থেকে ৩৫ বছর পূর্ব থেকে শিক্ষা শুরু করা উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




