এক জ্ঞানী ভদ্রলোক তার বাবাকে যিনি নিজেও একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন জিজ্ঞেস করলেন যে, আজকের এই স্বার্থপর পৃথিবীতে কে বন্ধু আর কে শত্রু বোঝা মুশকিল তাই কিভাবে ভাল বন্ধু খুঁজে পাবেন বা কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে বন্ধুত্ব করা যাবে না? উত্তরে তার বাবা বললেন: হে আমার সন্তান! পাঁচটি দোষগুণ তোমাকে বলছি। যাদের মধ্যে এইগুলো থাকবে তার সাথে কখনই বন্ধুত্ব কর না।
১। "মিথ্যাবাদী"কে কখনই বন্ধু বানাবে না। কারণ সে তার মিথ্যার সাহায্যে তোমাকে ভাল কাজকে খারাপ আর খারাপ কাজকে ভাল এবং সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলবে। যাতে তুমি সত্য ও হক্ব পথ থেকে দুরে চলে যাবে আর খারাপ ও বিভ্রান্ত পথে অগ্রগামী হবে। যেখানে অধপতন নিশ্চিত।
২। "কোন ফাসেক ও পাপাচারী ব্যক্তি"কে বন্ধু বানাবে না। কারণ সে তোমাকে পাপের দিকেই নিয়ে যাবে। সৎ সঙ্গ স্বর্গবাস আর অসৎ সঙ্গ সর্বনাস।
৩। "কৃপণ"কে কখনই বন্ধু বানাবে না। কারণ সে মাল ও সম্পদ তো জমা করবে কিন্তু খরচ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন: যা তোমরা পছন্দ কর বিলিয়ে দাও। (আল কোরান)। তাই সে খোদা পছন্দ কাজ করবেনা তোমাকেও আল্লাহর পথ থেকে দুরে নিয়ে যাবে।
৪। "আহাম্মক ও বেকুফ"কে বন্ধু বানাবে না। কারণ সে তার অজ্ঞতা দিয়ে তোমার ভাল করতে চাইবে কিন্তু তোমার ক্ষতিই করবে। উদাহরণস্বরূপ তোমার নাকে মাছি বসে ডিস্টার্ব করলে সে তোমার উপকার করতে গিয়ে মাছিকে মারবে কিন্তু তোমার নাক ভেঙ্গে দেবে।
৫। "আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী"কে বন্ধু বানাবে না। কারণ যে ব্যক্তি আত্মীয়দের উপকারের কাজে আসতে পারে না সে পরের উপকারেও কখনই আসবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




