
“পুরোটা শেষ করবা! – চোখ বড় বড় করে বলে মায়ামী।
পাগলী নাকি! এক লিটার আইসক্রিম কি একা খাওয়া যায়? ... ... ... হ্যাকচো...! – আইসক্রিম খেতে খেতেই আবার হাঁচি দেয় কামাল।
এইতো সর্দির জার্মগুলো বেরিয়ে যাচ্ছে! খাও খাও...– মায়ামীর ঠোঁটে বিজয়ের হাসি খেলা করে।
অসহায়ভাবে ওর দিকে তাকায় কামাল। মায়ামী চোখ নাচায়, কথা বলে না। পুরোটাই খেতে হবে কামালকে। উপায় নেই।
প্রায় ডজনখানেক কাশি এবং হাঁচিকে সঙ্গী করে আইসক্রিম ভোজনপর্ব সাঙ্গ করে কামাল। যা হবার এবার পেটে গিয়েই হোক!
মায়ামী গম্ভীর হয়।
জানো আঙ্কেল আজকেও এসেছিলেন।
কোন আঙ্কেল?
এখন তো আঙ্কেল একজনই।…”
মিথ্যে পাখি থেকে…
বইয়ের নাম: মিথ্যে পাখি
লেখক: মো. জুনায়েদ খান গল্পগ্রন্থ
প্রকাশনী: পরিবার পাবলিকেশন্স (স্টল নং-২১৩)
পৃষ্ঠা: ৮৩
মূল্য: ১৩৫ টাকা (২৫% ছাড়ে)
কুরিয়ারে সংগ্রহ করতে চাইলে:
# নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সমেত চাহিদা সংখ্যা জানিয়ে কমেন্ট বক্স/01834531321 নাম্বারে একটি ছোট্ট বার্তা পাঠাতে হবে।
# একটি নিশ্চিতকরণ বার্তায় আপনার অর্ডার নিশ্চিত করা হবে।
# অর্ডার নিশ্চিতকরণের পর নিশ্চিতকরণ বার্তায় প্রদত্ত মোবাইল ব্যাংকিং নাম্বারে (রকেট/বিকাশ) শুভেচ্ছা মূল্য পরিশোধ করতে হবে।
# কুরিয়ার চার্জসহ আকর্ষণীয় ছাড়ে প্রতিটি বইয়ের শুভেচ্ছা মূল্য ৳ ১৫০ মাত্র।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





