আজ ছাড়বনাকো রাজপথ মোরা ফিরবনাকো ঘর,
যত ঝড় ঝঞ্ঝাট যত বাধাই আসুক লরব ভয়ংকর।
যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি, গুলির শব্দ শুনিনি আমি,
তবু তোদের ঘৃনা আমাকে আজ বানাতে চায় খুনি।
ওই রাজাকার তুই রাজাকার তোর আর কোনো নাম নাই,
তুই কিরে তোর লাশেরও এই বাংলায় ঠাই নাই।
ওই রাজাকার তুই রাজাকার শুধু ফাসি যে তোর রায়,
কেন জেলের ভিতর পুসব তোদের আমারি পয়সায়?
ওই রাজাকার তুই রাজাকার শুনতে কি পাস তুই?
কান পেতে রাখ বাজলো বলে মৃত্যু ঘন্টা ওই।
ওই রাজাকার তুই রাজাকার তোর আর কোনো নাম নাই,
ঘৃনায় ভরা থু মারি তোকে, থু থু থু থু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




