ধরি, কোন একটি রোগে আমাদের ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেল ঠিক পরীক্ষার আগে, তারপর আমরা ডিপার্টমেন্টে গেলাম পরীক্ষা পিছাতে, তো আমরা কি হেড স্যার এর রুমের সামনে গিয়ে নাচ গান করে বলব যে আমরা অসুস্থ???
সব জায়গাতেই কিছু চীজ থাকে, আমাদের মদ্ধ্যেও আছে, তারা যদি এখন ওখানে এক সাইডে গিয়ে নাচানাচি করে তার মানে তো এটা না যে আমাদের অসুখ ভাল হয়ে গেছে... আমরা কি তাহলে আমাদের দাবী জানাবো না?
সমস্যা হল যে, ওই ১% চীজ এর চিল্লাচিল্লিতে স্যার আমাদের অসুস্থতাকে খেয়ালই করবেন না...
শাহবাগের আন্দোলন থেকে যেমন AL লাভ করতেছে, তেমনি জামাতীগুলাও হেফাজত এর ভিতরে ঢুকে ফায়দা খুজতেছে,
কিন্তু আমার মনে হয়না এমন কোন গর্দভ আছে যে ইসলামের রক্ষা করতে গিয়ে পবিত্র কোরআন এ আগুন দিবে, জিনিসটা অনেকটা জিনিসটা অনেকটা স্যারের সামনে অসুস্থতার কথা নাচতে নাচতে বলার মত হয়ে গেল না???
আর একটা কথা মনে হয় আমরা ভুলে যাচ্ছি, কিছুদিন আগে আওয়ামীলীগের অনেকেই পাগল হয়েছে, কেউ আগুন দিতে গিয়ে, কেউবা শহীদ মিনার ভাংগতে গিয়ে, এখন তারা নিজেরাই পাগল হয়েছে নাকি পুলিশ তাদের পাগল বানিয়েছে তা আপনাদেরকেই ভাবতে হবে...
শাহবাগ আন্দোলনকে অনেকদিন সাপর্ট করেছি, কিন্তু একটা প্রশ্ন এখনও মনে ঘুরে, লাকি আক্তারকে যেদিন মারা হল, তখন তার পাশের বন্ধুরাই হাসপাতালে বলেছিল, লীগ এর পোলারা মারছে, কিন্তু পরদিনি সব বদলে গেল!!! কেমনে কি???
বি দ্রঃ আমি এখানে কাউকে খারাপ বা ভাল বিচার করিনি, শুধু কিছু ঘটনার ফাকগুলো খোজার অপপ্রয়াস করেছি মাত্র...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




