বিশ্বের সবচেয়ে বড় মোটর কার উৎপাদকারী দেশ কোনটি?
প্রশ্নটা করা মাত্র আপনার সম্ভাব্য উত্তর হতে পারে ৩টি:
১/ USA
২/ জাপান
৩/ জার্মানী
এশিয়ার মধ্যে জাপানই সেরা, সে ব্যাপারে সন্দেহ নেই কিন্তু বিশ্ব ১নম্বর কে?
আপনার হয়তো ভিমড়ি খাবেন শুনে যে, উপরের ৩টি উত্তরই ভুল। এখন বিশ্বের সবচেয়ে বড় মোটর কার উৎপাদকারী দেশটির নাম- চিন!!! অবশ্য তারা কার রপ্তানীতে পিছিয়ে, তাই আপনে আমি এই ব্যাপারটি এখনও জানি না। আর বাংলাদেশে তো তাদের কোন কারও আসে না। যাই হোক, সবচেয়ে বেশী কার উৎপাদক কোম্পানির নাম অবশ্য টয়োটা, এরপরই জার্মানীর ফ্ক্স ওয়েগেন। কার উৎপাদনে জার্মানী এখন ৪র্থ হলেও, তারাই সবচেয়ে দামী ও মানসন্মত কার উৎপাদন করে এবং সারা বিশ্বেই তাদের মোটর কারের দাপট অব্যাহত আছে।
ভালো থাকবেন সবাই
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



