
বিশ্বাস, ভয়, আর লোভ কে কেন্দ্র করেই গড়ে উঠে ধর্ম বিশ্বাস। সংশয় কে কেন্দ্র করেই গড়ে উঠে নাস্তিকতা। এই দুইয়ের মূল উদ্দেশ্য কি? যদি হয় মানবতা তবে কেন এক দলের মানুষ অন্য দলের মানুষের কাছে আক্রমণ এর শিকার? তবে কেন এক দল অন্য দলের সান্নিধ্যে অনিরাপদ? নাস্তিক যদি স্রষ্টার সৃস্টি হয় তবে তাদের কে কোপালে আমার স্রস্টা খুশি হবেন এই বিকৃত অযৌক্তিক ধারনা জন্ম নিল কেন? আবার ধর্ম বিশ্বাস করে বলেই কেন একজন নাস্তিক কে ধর্ম বিশ্বাসী দের এত কটাক্ষ বা ব্যঙ্গ বিদ্রুপ করতে হবে? নাস্তিকের মতে ধার্মিকদের ধর্ম বিশ্বাসের অধিকার যদি প্রকৃতি দেয় এবং এটা যদি তার ব্যাক্তি স্বাধীনতার অংশ হয়ে থাকে তবে আপনি কে বিরোধীতা করার? আস্তিকের মতে আল্লাহ যার জীবন, প্রাণ, দেহ, সৃষ্টি করেছে, যাকে পরম মমতায় বাচিয়ে রেখেছে, রিজিক দিচ্ছে আমি কে তাকে আক্রমণ করার? তার জীবন নাশ এর পক্ষে থাকার? তবে এটাই কি সুনিশ্চিত নয় যে দুই পক্ষই সার্বজনীন মানবতা হারিয়েছে! আবার রুমী, হাফিজ, সামসত্তেরব্রিজ, বাহালুল, বেদম ওয়ারসী, সাই বাবা এর মত যারা ধর্মের উর্ধে উঠে বলেছে ও ধারন করেছে সার্বজনীন ভালবাসা, প্রতিষ্ঠিত করেছে ও বলেছে ভালবাসায় আমার ধর্ম তাদের কেও ভাল থাকতে দিল না দুই দলের মানুষ গুলা। গোড়ামী ও অসহনশীল এক বিশ্বের পথে বিশ্ব মানব সমাজ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




