আমার বোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইকোনোমিক্স সাবজেক্ট পেয়েছে আর অন্যদিকে ঢাবি-এর গার্হস্থ্য অর্থনীতি কলেজে
৩৪০ তম হয়েছে, এই পজিশন অনুযায়ী সে
Child Development & Social Relationship
অথবা Related Art
অথবা Clothing Textitle এগুলোতে ভর্তি হতে পারবে।
কিন্তু কেউ কেউ বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স সাবজেক্টই ভাল হবে, আবার কেউ কেউ বলছে ইকোনোমিক্স সাবজেক্টে জবের সারকুলার হ্য় কিন্তু ঢাবি-এর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ঐ সাবজেক্টের কোন সারকুলার হয় না সহজে।
আবার কেউ বলছে ঢাবি-এর গার্হস্থ্য অর্থনীতি কলেজেের সাবজেক্ট গুলো অনেক ভাল ইকোনোমিক্স সাবজেক্টের চেয়ে।
----তাই এই বিষয়ে আপনাদের সবার পরামর্শ চাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




