Yusuf State কিছুদিন আগে মুসলিম হয়েছেন, ইতোমধ্যেই তিনি ইসলামের জন্য কাজ করা শুরু করেছেন। অনেক অমুসলিমকে তিনি আমেরিকার রাস্তায় মুসলিম করেছেন। করেচলেছেন। এতো অল্প দিনেই তিনি ইসলামের স্বাদ পেয়েগেছেন, অতচ আমাদের ১৪ গুস্টি মুসলিম আমরা আজও ইসলামের স্বাদ পাই নি এর প্রামান যে আমরা আজকে দাওয়ার কাজ করছি না, নামায পড়ছি না, জাকাত দিচ্ছি না, রোযা রাখছি না। অমসুলিমদেরদের চেয়েও আজকে আমাদের চাল-চলন, আচার আচরণ খারাপ। গান-বাজনা, মোবাইলে মেয়েদের সাথে কথা বলতে দিন রাত আজ আমরা ব্যস্ত আর ব্যস্ত। আবার দাবী করছি আমরা মুসলিম।
আফসুস !! বাপ তাহাজ্জুত পড়ে আর তার স্ত্রী,মেয়ে রাস্তায় বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়।
তিনি তাহাজ্জুত পড়েন কিন্তু ঘুস ঠিকই খান, তিনি রোযা রাখছেন কিন্তু ইফতারিতে হাজার পদ দিয়ে ইফতারি করেন। রমজানে আমাদের ইমানী শক্তি বাড়ার কথা, কই তিনি তো রমজানের আগে যা ছিলেন এখনো তাই আছেন। তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে হয়তো তিনি সুদ, ঘুস এই সবের সহিত জড়িত তাই তার রোযা, নামায হচ্ছে না, তাই তিনি রমজানের আগে যা ছিলেন এখনো তাই আছেন।
সবাই একটু চিন্তা করুন, আপনি ঠিক আছেন তো ???????
American Girl Becomes Muslim Emotional video
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




