কিছুদিন লাবণ্য পাঠের আনন্দে মেতেছিলাম বনে
মন গুঞ্জনের ডালপালায় দোল খেয়ে এসেছি শহরে।
নাতীদীর্ঘ বর্ণনার ভাজভোজে নিজেকে আবিস্কার করি
দূরাগত পদধ্বনি ঋদ্ধ বিহবল সংখ্যার ভেতর
চাতর্ুেযর নানরুটি মোড়ানো এক টুকরো নগর কাবাব
বাতাসে প্রচুর জল, হাওয়ায় সাগর
বাতাসে আগুন কনা, বৈয়ারে উনুন...
অবসন্ন আগুনের হল্লা টুকুচুষে নেয় শেকড়ের প্রাণ।
বিষয়ান্তরের উল্লম্ফনে দ্রুততর পাঠ্য হয়ে উঠে
অনন্তের ব্যাপ্তিসহ তীর্থভ্রান্তির দুর্বোধ্য অধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



