সমুদ্রের কাছে,
বেলাভূমির ঝাউবন আমায়
শুনিয়েছে এক বিষন্ন সংগীত।
সাথে সমুদ্র তুলেছিল সুর,
আমি কান বন্ধ করে শুনেছি তা
পাইনি উত্তর।
অরণ্যের কাছে আমি প্রশ্ন করেছি,
অরণ্য আমাকে দিয়েছে শুধুই
জোনাক জ্বলা অন্ধকার,
আর সেই প্রশ্নের প্রতিধ্বনী ছিল
সারা অরণ্য ছিল।
পাহাড় প্রশ্ন শুনে নিরুত্তর ছিল।
আমি তখনো চিৎকার করে
আকাশের কাছে প্রশ্ন করেছি,
আকাশ একটা কথাও বলেনি
আমার সাথে।
হঠাৎ এক নির্জন সন্ধয়ায়,
এই শহরেরই পথে যেতে যেতে,
দেখি এক নীপবৃক্ষ,
ছায়া হয়ে দাঁড়িয়ে আছে
অসম্ভব দৃঢ়তায়।
বৃষ্টির জন্য যেন
আনন্দময় অপেক্ষা।
আমায় প্রশ্ন করল,''অনিকেত,প্রশ্নটা কি?''
কি করে জানলো সে মনের বিবরে ফোঁটা
প্রশ্ন আমার!
আমি শুধু একটু মুচকি হেসে বললাম,
বলোতো নীপবৃক্ষ,
প্রতি রাতে কাঁদলে কি কান্না ফুরায়?
নীপবৃক্ষ নিশ্চুপ।
আমি আরেকবার মুচকি হেসে,
হাঁটতে শুরু করলাম।
নীপবৃক্ষ পেছনে পড়ে রইল,
পেছনে থাকলো সমুদ্র
পাহাড়,অরণ্য আর
সন্ধ্যার সিঁদুর আকাশ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




