জলের পরে ক্ষিন মাতাল বয়ে চলে ঢেউ এর হাসি
ছোট্ট ধেউ এর ভেলায় হারিয়ে কচুরিপনা
খেলায় বিষন্ন আজ ধোয়াটে মেঘ দূর প্রান্তে
আকাশের বর্বর মায়াময়তায়।
নির্জন চারিদিক মেঘের মিছিলে
কিছু কাক একা বসে মৌনতার এড়াতে
মৃদু স্বরে আর্তনাদ করে মেঘের আড়াল ভেঙ্গে
বর্ষার স্বরে আবেগ আনে উচ্ছলতার ক্লান্তিতে।
বসে থাকি একলা আমি চায়ের আসরে
মেঘের সুরে জলের তালে শ্রাবণের পরানে
অনেক খানি বর্ষা ভাসে মনের ঐ তপ্ত খনে
নিল নয়নের আকাশ পানে সিক্ত করে ভেজা মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



