আমারও মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছে করে,
মাঝরাতে ঘুম ভেঙ্গে যখন সেই ফোনগুলোর কথা মনে পড়ে-
দক্ষিণের চড়াই -উৎরাই ভেঙ্গে সেই টিনের ঘরটা ;
ছড়ানো ছিটোনো বহুদিনের নৈরাজ্য
মাথায় হাত বুলিয়ে দেওয়া স্তোকবাক্য -
কান্না আর অন্ধকারের
দীর্ঘক্ষণ চলা রতিক্রিয়ার শেষে
ক্লান্ত অবসাদে ইচ্ছা করে
আত্মহত্যা করি ---
পুরোনো পাপী, ব্যর্থ প্রেম স্মৃতিতে ফিরে এলে
কবিতার পংক্তিরা ঘিরে ধরে চারপাশে
ইচ্ছামৃত্যুর আলিঙ্গন
অথবা পালিয়ে যাই অজ্ঞাতবাসে ।
শিরা কেটে সদ্য মুক্ত
রক্তেরা গড়িয়ে চলে
মুক্ত আজ মার্কস কম্যুনিজম ও
ঠোঁটের কষ বেয়ে জমে আছে
কিছু অপ্রকাশিত কবিতাগুচ্ছ
অবশিষ্টটুকু
হারিয়ে গেছে
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



