চোর-বাটপারদের সঙ্গে কিভাবে বসবো?
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১১
মানবজমিন ডেস্ক: দেশে বিরাজমান সমস্যা সমাধানে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসার প্রয়োজন নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ধরনের আলোচনার প্রয়োজন নেই এবং এতে কোন সুফল পাওয়া যাবে না। দুই নেত্রীর একসঙ্গে বসা প্রসঙ্গে তিনি বলেন, কার সঙ্গে বসবো? চোর, বাটপার, দুর্নীতিবাজ, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারী, গ্রেনেড হামলা চালিয়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যাকারী এবং একাত্তরের ঘাতকদের রক্ষায় যারা কাজ করছে তাদের সঙ্গে কিভাবে বসবো? শেখ হাসিনা বলেন, আমি যদি তার সঙ্গে বসি তাহলে প্রথমেই তো শর্ত দেবে যে, ওই ধরনের কুকর্মে লিপ্তদের মামলা প্রত্যাহার করতে হবে।
মেনে নিচ্ছি বিএনপি & জামায়াত এর সকলে দুনীতিবাজ ও যুদ্ধাপরাধী।মেনে নিলাম।আপনার আদালত ইহা প্রমান করেই ক্ষান্ত হবে।
আপনার আদালত ছাড়াও আর একটা আদালত আছে,সেটা একটু চিন্তা করবেন।
এটা কথা অবশ্য আপনার জন্য প্রযোজ্য নয়।
এই দিন দিন নয় আরো দিন আছে।
এক মাঘে শীত যা্য না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



