১। সুইমিংপুল
![]()
প্রথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল Alberta, এটি কানাডায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি।
২। সেতু
![]()
Donghai Bridge পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।
৩। মসজিদ
![]()
এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।
৪। সপিং মল
![]()
Gross Leasable হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সপিং মল, যা ৭.১ মিলিয়ন স্কয়ার ফিট জায়গা জুড়ে এর বিস্তিতি।
৫। স্টেডিয়াম
![]()
পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়ামটি হচ্ছে New Wembley Stadium, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেলে দেখতে পাবেন একে। ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৯০,০০০।
৬। হোটেল
![]()
বিশ্বের একমাত্র ৭ তারা হোটেলটি হচ্ছে দুবাইয়ের Burj Al Arab Hotel, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেল এটি।
৭। ফ্লাই অভার
![]()
পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই অভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাই অভারের মাধ্যমে।
৮। এ্যাক্সেভেটর
![]()
দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটর (Excavator) টি। তৈরি করেছে KRUPP নামের জারমানির প্রতিষ্ঠান। এটির ওজন ৪৫,৫০০টন, উচ্চতা ৯৫ মিটার আর লম্বায় মাত্র ২১৫ মিটার।
৯। মূর্তি
![]()
সর্বোচ্চ স্টেচু বা মূর্তি হচ্ছে Christ The Redeemer Statue, এটি ব্রাজীলে আবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি।
১০। অফিস কম্পেক্স
![]()
আমেরিকার Chicago Merchandise Mart হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কম্পেক্স।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




