সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশের প্রথম সোলারপ্যানেল উৎপাদন কারখানা কাজ শুরু করেছে, যা দেশে বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা বলছেন।
শুক্রবার ঢাকার কাছে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটি এলাকায় ১২০০ বর্গ মিটার আয়তন জুড়ে স্থাপিত এ কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী।
তিনি বলেন, "বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে। এখন থেকে সরকারি যত ভবন নির্মাণ হবে; তাতে দুটো জিনিস অবশ্যই থাকবে। এর একটা হলো সৌর প্যানেল এবং অপরটি হচ্ছে বৃষ্টির পানি জমা করে রাখার জন্য ওয়াটার হারবেস্টিং।"
ইলেক্ট্রো সোলার পাওয়ার লিমিটেড নামে ইলেক্ট্রো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটি এ কারখানাটি চালু করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনছার উদ্দিন বলেন, ২০০৯ সালের অক্টোবরে এ কারখানা স্থাপিত হয় এবং এ বছরের মার্চ মাস থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়। গবেষণার সুযোগ সমৃদ্ধ এ কারখানায় ১০ জন ইঞ্জিনিয়ার ও ৭৫জন কর্মী রয়েছে।
সর্বনিম্ন ৫ ওয়াট থেকে সর্বোচ্চ ২২০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন এ সোলার প্যানেল ঘরবাড়ি, বাণিজ্যিক এবং শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।
আনছার বলেন, "সৌর প্যানেল ব্যবহার বিদ্যুৎ সঙ্কট কিছুটা হলেও কমানো যাবে।"
এ ধরনের আরো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারখানায় উৎপাদিত সৌর প্যানেলের দাম নির্ধারণ করা হয়েছে ওয়াটে। সে হিসেবে প্রতি ওয়াট এর দাম পড়বে ১৭৫ টাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



