প্রথমা
'বাসন্তী জাগালো প্রেম,অথচ তা প্রেম নয়-
প্রেমের শরীরে বসা কামনার হেম
বাসন্তী কথা কয়,বাসন্তী মেলে দেয় উজাড় যমুনা
বলে সে,প্রিয়তম-
প্রেমের আড়ালে আমি দেহজ বাসনা'
দ্বিতিয়া
কেন তোমার দিন ফুরিয়ে রাত হয়ে যায় রাধা
কেন তোমার সিক্ত বসন শুকিয়ে গেল
চোখের তারার চাহনিতে মুগ্ধ হওয়া ফুরিয়ে গেল
তুমি ও কেন বয়স ভারে সময় চাকায় বাঁধা?
তৃতীয়া
প্রতিটি জরায়ু ই ডিম্বানুর আধার,তবু
আকৃতির ব্যাবধানে উত্তাপ খোঁজে মন
দিনশেষে,উত্তাপে মেলেনা প্রশান্তি!!!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



