বৃত্তের ঘেরাটোপে আটকে আছে জীবন,
নাকি জীবনের বেড়াজালে বৃত্তময় সংশয়!
ঘুরে-ঘুরে একই পরিধীর ভ্রমণ-বৃত্তান্ত;
ঈদ আসে-পূজো আসে
নবান্নের সাবর্জনীন উৎসবের
তুমুল আনন্দের বহিপ্রকাশ-
উৎসবের বয়স তো বেড়ে যায় ঠিকই
প্রতিবারই প্রদক্ষিন বৃত্তকে ঘিরে আরেকবার
জমে থাকে খুচরো কিছু অভিজ্ঞতা
বৃত্তের কেন্দ্র জুড়ে,
স্মৃতির বাঁকাসাল ভরে যায় স্মৃতিতে,
আর বয়স বাড়ে সময়ের-
কতটা জরূরী এই বিলাসিতার-একই পথে ঘুরাঘুরির,
বৃত্তময় এ জীবন,নির্বাণের কতটা কাছাকাছি!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



