-কে?
-আমি।
-আমি কে?
-আমিনা।
-একবার বলেন 'আমি' আবার বলেন 'আমি না'-নাম বলেন।
-বললামতো-আমিনা।
-দরজায় দাড়ায়ে ঢং করেন?নাম নাই?
-থাকবেনা কেন!আমার নাম-ই তো আমিনা।
বেচারী আমিনা।
একবার নায়ক অনন্ত জলিল সাহেবের সাথে তার এক মেয়ে ভক্তে'র হঠাৎ দেখা হয়ে গেল।মেয়েটা উচ্ছসিত হয়ে এগিয়ে গেলেন স্যারের সাথে কথা বলার জন্য:
-উফফ ভাইয়া,আপনার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যে কি ভাল্লাগছে আপনাকে বুঝাতে পারবোনা।আমি লাকি।
-আই নো,আই নো।ইয়্যু নো, ইউর প্রিভিয়াস ভাবি 'রেইনি সিজন' আই মিন বর্ষা ওয়াজ লাকি অলসো।
-সেই লাকি না ভাইয়া,আমি লাকি।
-অফকোর্স,বর্ষার লাক ইজ নাথিং টু ইওর লাক।শী গো-আই সিঙ্গল, নাও ইউ কাম হিয়ার ফিলিং সামথিং-সামথিং ফর মি।ইয়্যু লাকি ডগ।
-ভাইয়া আমি ডগ না, লাকি।
-ফরেইন পিপল কল দেয়ার প্রিয় মানুষ ডগ।ইয়্যু মেবি লাকি বাট ভেরী অশিক্ষিত গার্ল।
-চুপ কর ব্যাটা ইংলিশের বাচ্চা।আমার নাম-ই হইল 'লাকি' আর আজকে তোর সাথে দেখা হয়ে পুরা দিনটাই 'আনলাকি' হয়ে গেল।
নাম নিয়ে সমস্যায় না পড়া মানুষের সংখ্যা মনে হয় হাতেগোনা।আপনি যত বড় 'হনু'ই হন বুকে হাত দিয়ে বলতে পারবেননা যে আপনি কখনো সমস্যায় পড়েননি বা পড়বেননা।
কিছুদিন ধরে ফেসবুকে দেখছি আমাদের অর্থমন্ত্রী সাহেবও নাকি নাম নিয়ে এই ধরনের সমস্যায় আছেন।অনেক লিফটের সামনেই লেখা থাকে-'মাল' বহন করা নিষেধ।সেই ধরনের লিফটে উঠার আগে মন্ত্রী মহোদয় একটু কনফিউশন এ থাকবেন এটাই তো স্বাভাবিক।'টু বি ইন দা লিফট অর নট টু বি ইন দা লিফট' এর ধাঁধায় পড়ে পদ্মা সেতুর কাজ আর সামনে আগায়না।আফসুস!
শেক্সপিয়ার সাহেব বলে গেছেন,'নামে কিবা আসে যায়'? হায়,শেক্সপিয়ার!সে কি আর জানতো যে আমাদের বা্ঙ্গালীদের উচ্চারনে তার নামটা 'আদি রসাত্মক' কোন নামের আদল পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



