বেঁচে ছিলাম ভুলের মাশুল গুনবো বলে
খোয়াড় জুড়ে দু'পেয়ে সব শুয়োর ছিল;
জল দিয়েছি তেষ্টা পেলে
খিদের মুখে খেতেও দিতাম
অবাধ তাদের চলাফেরা শহর জুড়ে-
আমরা তাদের বাড়তে দিলাম
বাড়তে বাড়তে আকাশ ছুঁল
পঙ্কে মাখা ঘেন্নাঘাটির শরীরগুলো আড়াল পেল;
খাবার খেলাম এক আসনে,
বসন-ব্যাসন ভাগাভাগির সুযোগ দিলাম
দিব্যি তাদের চালচলনে মানুষ-মানুষ গন্ধ নাকে
ভুলিয়ে দিল,এখানে নয়-
'শুয়োরগুলো খোয়াড় পেলেই ভাল থাকে'
বেঁচে আছি শহরজুড়ে শুয়োর নিয়ে,
জেগে আছি ভুলের মাশুল গুনবো বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



