স্বপ্নের ফেরিওয়ালা, কেমন আছো তুমি? অনেক অনেক দিন তোমাকে খুঁজি। হৃদয়ের উষ্ণতায়, প্রানের টানে তোমাকে খুঁিজ। তোমার সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে তোমাকে খুঁিজ। তোমাকে খুঁিজ পথে-প্রান্তরে, হাজারো মুখের ভীরে, দিগন্তরেখায়, আকাশের নীলিমায়, সাগরের বিশালতায়, রাতের তারায়, জোছনার শুভ্রতায়, স্বপ্নের নগরে।তোমার সুপ্ত প্রতিভার সৌন্দর্য আমাকে অস্থির করে, আমাকে সম্মোহিত করে ।তাই অহোরাত্রি তোমাকে খঁেজ ফিরি আমি।
আজ অনেক দিন পর তোমাকে পেয়ে আমি পুলকিত। আনন্দিত। তোমাকে আজ আমি হৃদয়ের কথা বলবো। আত্মার কথা বলবো।বন্ধু, তুমি কি ভাবো তোমাকে নিয়ে, তোমার চারপাশ নিয়ে? জানি, ভাবো না, ভাবতে পারো না। তোমার চারপাশ তোমাকে ভাবতে দেয় না।ইশ্, তুমি যদি ভাবতে, তবে তোমার অমিত সম্ভাবনা এখনও ঘুমিয়ে থাকতো না।ফালতু আড্ডা, মোবাইল ফোনের ঘ্যানঘ্যান, সামান্য খেলোয়াড়ের চার-ছক্কা তোমাকে সুখ দিতো না, তোমার সম্ভাবনাকে ঘুম পাড়িয়ে রাখতো না।
অথচ, বদলে যাচ্ছে চারপাশ, বদলে যাচ্ছে পৃথিবী; আর স্থুলতার চাদরে নিজেকে মুড়িয়ে ঘুমাচ্ছো তুমি! তোমার কাঁেধ জাতির দায়িত্ব দিয়ে পরম নির্ভাবনায় ঘুমোতে যাচ্ছে মানুষ, আর তুমি এই কোলাহলমুখর পৃথিবীতে বেঘোরে ঘুমোও?
তোমার মাঝে ঘুমিয়ে আছে যে প্রতিভা; তুমি কি তাকে জাগাবে না? তোমার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উদ্দীপ্ত তারুণ্য কি খেয়ালিপনার আগল ভেঙে বেরিয়ে আসবে না?
এসো আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্ন ফেরি করি-সুন্দর আগামির। এসো, শুদ্ধতার চর্চায় আমরা নির্মাণকরি আমাদের জগৎ; সকল কালোকে ভালোয়, ব্যাধিকে নিরাময়ে, ুধাকে সুধায়, তৃষ্ণাকে তৃপ্তিতে, মরুভূমিকে শ্যামল গ্রামে রূপান্তর করি।
এসো, আত্মার টানে এসো হাতে রাখি হাত।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



