গত পরশুদিনের মেট্রো পত্রিকায় এসেছে যে ইংল্যান্ডে পুলিশ হেরোইন সেবনকারীদের হাতে ডাক্তারের প্রেসক্রিশন অনুযায়ী নেশার জন্য হেরোইন তুলে দিতে যাচ্ছে।
ধারনা করা হচ্ছে যে এজন্য সরকারকে প্রতি বছর ১২,০০০ পাউন্ড গুনতে হবে। কিন্তু পুলিশের গবেষনা রিপোটে বলা হয়েছে যে এটা মাদকসেবীদের দ্বারা ক্ষতির পরিমান ৪৫,০০০ পাউন্ডের অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হবে।
বর্তমানে হেরোইনসেবীদের মেথাডোন দেওয়া হয়ে থাকে।
আইনটি পাস হলে তাদেরকে ডায়ামরফিন, ক্ল্যানিক্যাল হেরোইন দেওয়া হতে পারে।
হোম অফিসের বরাত দিয়ে বলা হয়েছে যে মাদকসেবীরা বছরে প্রায় ৪৩২ টি অপরাধ সংঘটিত করে থাকে।
সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



