গতকাল এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম পোর্টসমাউথে।
ভিক্টোরিয়ার (আমার ক্লায়েন্ট) বাসার পেছনে একটি ছোট বাগানের মতো আছে, সেখানে হরেক রকমের ফুল ফুটেছে। তারই কয়েকটি ছবি।
বসে বসে সাইট আপলোড করতে করতে টেবিলেরও ছবি তুলে ফেললাম।
কাজ শেষে ভাবলাম সমুদ্র তীর থেকে একটু ঘুরে আসি। তার বাসা থেকে সমুদ্রমাত্র ৫/৬ মিনিটের হাঁটা। আগে কখনও এদিকে আসি, তাই এই সুযোগটি মিস করতে চাচ্ছিলাম না। আগেই যেহেতু জানতাম যে সমুদ্র বাসার কাছে, তাই ক্যামেরা আনতে ভুলিনি।
অনেক মাস পর সামহোয়ারইনে ব্লগ পোস্ট করলাম, কেমন লাগলো জানাবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




