প্রত্যেকেই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ নন! অমিতাভ বচ্চন যতই তাকে গুণবতী পুত্রবধু ও বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে অভিহিত করুন না কেন কমেডিয়ান রাসেল পিটার পুরোপুরি ভিন্নমত পোষণ করেন। খবর জিনিউজডটকমের।
ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান কমেডিয়ান রাসেল পিটার সর্বদাই দর্শকদের হ্যাসকৌতুকের মাধ্যমে আনন্দদানের কাজটি করেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে, বলিউডের ছবিগুলো তিনি একদমই পছন্দ করেন না। একটি দৈনিক সংবাদপত্র রাসেলের বরাত দিয়ে জানায়, “ঠেকায় পরলেও আমি বলিউডের কোন ছবি দেখবো না। কেননা এই ছবির গল্পগুলো ভীতিকর আর অভিনয়ের অবস্থা খুবই শোচনীয়। আমার মাথাতেই আসে না, কোন গল্প বলতে চাইলে কেন সেখানে কয়েক মিনিট পরপরই নাচ কিংবা গানের দৃশ্য থাকতে হবে!”
এরপর রাসেল নিকৃষ্ট অভিনেত্রীর উদাহারণ হিসেবে বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের নাম উল্লেখ করেন। তিনি বলেন, “ঐশ্বরিয়া রাই হচ্ছেন বাজে অভিনয়ের সর্বশ্র্রেষ্ঠ উদাহারণ। এরই মধ্যে বারবার তিনি অভিনয়ের মাধ্যমে তা প্রমাণ করেছেন।”
তিনি আরো বলেন, “বলিউডে কেবল সুন্দর একটা মুখ থাকলেই সুপারস্টার হওয়া যায়।”
এখন অপেক্ষার পালা! এমন মন্তব্য করার পর এ মাসে কলকাতা, মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠিতব্য তার শোগুলো রাসেল পিটার নির্বিঘ্নে শেষ করতে পারেন কী না!
সুত্র : বিডিনিউজ২৪
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



