এটি আসলে জীবন নিয়ে লেখা। কিন্তু তা এত বেশী মর্মপীড়া দেয়, এত বেশী হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় যে এটা যেন আমি জীবনের বিনিময়ে লিখছি। জীবন দিয়ে লিখছি।
জীবন দিয়ে লেখা ..............
ছোটবেলায় আমি মায়ের সঙ্গ পেয়েছি বেশী। মা ও তার দুঃখ দেখে দেখে আমি তার প্রতি ভীষণ দূর্বল হয়ে পড়েছিলাম। মা ও আমাকে পিতার বিরুদ্ধে লাগিয়ে দিত। অবোধ, নিরূপায়, উগ্র, আনকালচার্ড পিতা বিশেষ কিছু করতে পারে নি। শুধু শুধু ধুম্বা ধরে থেকেছে। গোমা দেখিয়েছে। আমি তার গোমা ও মা’র দুঃখ দেখে কাতর হয়েছি। মা আমাকে পিতার বিরুদ্ধে কিছু সুবিধা পাইয়ে দেয়ায় আমি অলসতা, ফাঁকি দেয়া, আত্মপ্রবঞ্চনা, আত্মবিস্মৃতির অতলে ডুবতে ডুবতে বেঁচে ছিলাম। ফলে আমার শৈশব হারিয়ে গেছে অজান্তে। প্রিয় শৈশব আমার! কৈশর আমার! আজ আল্লাহ তায়ালা আমাকে পথে তুলেছেন তাঁর হাজার শুকরিয়া করি। আল্লাহর কাছে চাই। আয় আল্লাহ! মা’বুদ আমার, আমাকে তৌফিক দিন আমার প্রজন্মকে ঐসব কলুষতা থেকে, কষ্ট থেকে মুক্ত জীবনে আবাস গড়ে দিতে। পিতামাতার নিত্যকলহ দেখার কষ্ট, পিতার গোমড়া মুখ দেখার কষ্ট থেকে, মায়ের দুঃখবাহার দেখার কষ্ট থেকে। পিতার বিরুদ্ধে মায়ের কাছ থেকে কুৎসা শোনা-বলার কষ্ট থেকে।
দুনিয়ার সকল সন্তানকে আপনি পিতামাতার দৌলতে শুধু সুখ-শান্তি-সমৃদ্ধি-সংস্কৃতি-প্রশান্তি-অগ্রগতিই দান করুন। আয় আল্লাহ! কোনো সন্তানকে যেন পিতামাতার সামান্যতম অবহেলাও স্পর্শ না করে। আয় আল্লাহ! আমাকে মুক্তি দিন আমার বহুবছরের কষ্টের ধারায় অর্জিত আত্মবিস্মৃতি, পলায়নপরতা, অজুহাতপ্রবণতা, কর্মবিমুখতা, ভীরুতা থেকে। আমাকে চালিত করুন আপনার মহান কল্যাণ ও সমৃদ্ধির পথে। আপনার নাম “মুগনিউ” বা উৎকর্ষদাতা। অতএব, হে উৎকর্ষদাতা মহান আল্লাহ তায়ালা আপনার “মুগনিউ” নামের বরকতে আমাকে শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক, আর্থিক উৎকর্ষ দান করুন। আপনার নেয়ামতের ভান্ডার আপনার নাদান বান্দার বরাতে জাহির করে দিন মাওলা। দুনিয়ার সকল মাতাপিতাকে সন্তানের বদৌলতে সুখী করুন। নেক সন্তানের দ্বারা সকল মাতাপিতাকে ধন্য করুন। পিতামাতা, পুত্রকন্যা, জায়া-জননী সকলেই মিলে আপনার শুকরিয়া আদায় করি। আয় মহান আল্লাহ, আপনি নিজে “গাণিউন” (ধনী/সম্পদশালী) আবার আপনিই “মুগনিউ” (সম্পদদাতা/উৎকর্ষদাতা)। অতএব, আপনি আমাকে ও সকলকে উৎকর্ষ দান করুন, সম্পদ দান করুন। কারণ, আমি দেখেছি আমার প্রিয় বাবা-মা’র মাঝে অমিল ও ঝগড়ার অন্যতম প্রধান কারণ ছিল টাকাপয়সার ব্যাপার নিয়ে। পিতার আপাতঃ কৃপণতা আর আমার মায়ের সত্যিকারের নিরাপত্তহীনতা। হে আল্লাহ, আমার পিতামাতাকে আমার দ্বারা সুখী করুন। তারা তাঁদের সমস্ত জীবনে যাকিছু হারিয়েছে- পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভালবাসা, সুখ- এ সমস্তকিছুই তাঁদের বাঁকী জীবনের জন্য তাদের বরাতে বহাল করুন তাদের সন্তানাদির মাধ্যমে। সবার জীবন হোক আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




