(......এটাতো তবু ঠিক যে এক গোপিনী যমুনায় জল আনতে গ্যালে
আড়ালের হ্যামিলনকে দেখে হেসেছিলো ভয়ানক অট্টহাস্য, যেহেতু
সে বাঁশিতে শুনেছিলো- ‘বুকফুলে চেয়ে থেকে নেয়ে উঠি রতিঘামে’
নামক গানের ভুলবাদন......)
এইসব ঘুমফুল
আর ফুলযাপনের কাল
আষাঢ়স্য নীপশুলে পতনফোঁটা জল
উতলা যমুনায় কতেক বাদাম তোলা নাও
নীপবান্ধব কালাচান্দের চেয়ে থাকা
চেনা ভেজা পথ, কলসি কাংখে
গোয়ালিনীর দল ফিকে থেকে ক্রমশ দৃশ্যমান...
ভাবে মগ্ন গদাধর ঘাঁড় ঘুরিয়ে পুনরায়
চেয়ে থেকে থুতনীতে রেখে হাত-
হাওয়ারেই’বা কেমনে দোষ দিবো, বলে মুরারী-
তবুও তো রাধা বলে তাঁর হাওয়ায় খসলো বসন!
তবে ক্যান তাঁর অমন বুকফুল প্রদর্শন?
তবে কি বেজেছে বাঁশির ভুলবাদন?
ওহে বড়ায়ী...বল তুই, কি চাতুরী খ্যালে চন্দ্রবদন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





