নতুন একটা কবিতার কাগজ করার চেষ্টা করলাম, আজই (মানে গতকাল) একপ্রকার 'অশুভ' মুক্তি ঘটলো, ঝুট-ঝামেলা পাশ কাটাইতে কাটাইতে কাগজ উল্টানোর কাজটা করতে গিয়া দুয়েকটা ছাপা-ভ্রান্তি নজর এড়াইলো না, অতঃপর দেখা যাক!
পরশু অথবা তরশু থেকে নিচের ঠিকানা সহ আরো কয়েকটি জায়গায় পাওয়া যাবেঃ
ত্রিবেণী; ২২ , সমবায় বিপণি বিতান,কান্দিরপাড়, কুমিল্লা।
লিপিকা; ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
নিউ স্টুডেন্ট কর্নার; ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ গেইট, ধর্মপুর, কুমিল্লা।
লিটল ম্যাগ প্রাঙ্গন; আজিজ সুপার মার্কেট শাহবাগ, ঢাকা।
বাতিঘর; চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





