মালয়েশিয়ায় নেগেরি সেমবিলান মাস্টার্স ইনভাইটেশনাল জিতেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর সেরেমবান ইন্টারন্যাশনাল গফল ক্লাবে এ জয়ের ফলে পেলেন ২৬ হাজার ২৩০ মার্কিন ডলার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চার রাউন্ডের খেলায় তিনি ১৭ শট কম খেলে জয়লাভ করেন।
শেষ রাউন্ডে ভালো খেলে এ দারুণ জয় তুলে নেন তিনি। শিরোপা জয়ের পথে পেছনে ফেলেন মালেশিয়ার শীর্ষ খেলোয়াড় ড্যানি চিয়াকে। তার চেয়ে এক শট বেশি খেলেন মালয়েশিয়ার রশিদ ইসমাইল ও শাবান হাসিন।
নেগেরি সেমবিলান মাস্টার্স ইনভাইটেশনাল আসিয়ান পিজিএ ট্যুারের সবচেয়ে লোভনীয় টুর্নামেন্ট। প্রাইজ মানি সব মিলিয়ে ১ লক্ষ ৬৫ হাজার মার্কিন ডলার।
লক্ষ্য পূরণ করতে পেরে সন্তুষ্ট সিদ্দিকুর। তিনি বলেন, "আমার লক্ষ্য ছিল এ সপ্তাহে জয়। লক্ষ্য পূরণ করতে পেরে আমি সন্তুষ্ট। এ টুর্নামেন্ট আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। তিন বছর আগে পেশাদার গলফার হিসেবে আমার টুর্নামেন্ট খেলি মালয়েশিয়ায়।"
এশিয়ার গলফারদের মধ্যে তালিকার দুইয়ে থাকা সিদ্দিকুর বলেন, "তারা প্রতি বছরই আমাকে আমন্ত্রণ জানায়। তাদের এই আমন্ত্রণ আমার জন্য বিশেষ কিছু।"
আরিল রিজমানের চেয়ে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেন সিদ্দিকুর। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিদ্দিকুরের অবস্থান শক্তিশালী হয়ে উঠে।
Click This Link
একজন গলফারই বাংলাদেশকে নতুন করে চেনাচ্ছেন বিশ্বদরবারে....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



