আজকেও বাংলাদেশ টিম হারলো.
না। বোলিং এর জন্য হারেনি। সেই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা।
একে একে ব্যাটসম্যানদের আত্নাহুতি। লজ্জাজনক প্রদর্শণী।
এই প্রথমবারই যে এমন হল তা নয়। এটি দেখতে দেখতে দিনে দিনে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা। সবসময় আশায় থাকি আজ কিছু একটা হবে। কিন্তু এই ব্যাটিং ব্যর্থতা কত আশাকেই জলান্জলি দিতে বাধ্য করেছে।
সরাসরিই বলি আমি আশরাফুলকে দলে ফেরানোর পক্ষে।
কেন পক্ষে তার পেছনে কিছু কারন অবশ্যই আছে।
আশরাফুল এমন একজন প্লেয়ার যে কিনা ম্যাচ উইনার।
ম্যাচ উইনার এই দিক থেকে বলছি কারন সে যেদিন ভালো খেলে সেদিন বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা থাকে ৮০%।
সত্যি কথা বলতে তামিম সাকিব মুশফিকরা বাংলাদেশকে কয়টি ম্যাচ জিতিয়েছে ব্যাটসম্যান হিসেবে?
আমি জানি আশরাফুল তো ভালই খেলেনা। মানি আমি
হয়তো ২৫ ম্যাচ সে ভালো খেলেনা
কিন্তু ২৬তম ম্যাচ যদি সে ভালো খেলে সেদিন বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়
আশরাফুল সেরা ব্যাটসম্যান না।
কিন্তু বাংলাদেশ দলে তার মত কোয়ালিটি প্লেয়ার আর কেউ আছে বলে আমার মনে হয়না
আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই
যদি থাকতো তাহলে আশরাফুলকে ফেরানোর কথা কখনো বলতাম না
অন্যদের যে অবস্হা তাতে আমার কাছে প্রায়ই মনে হয় শুধু আশরাফুলকেই কেন আমরা গালি দেই
আমাদের দর্শকদের আচরন ও তাকে চরম প্রেশারে রাখে
এই ব্লগে আশরাফুলকে নিয়ে অনেক সমালোচনা হয়। আদৌ কি গঠনমুলক কিছু সেসব???
বাকিরা কি খুব ভালো খেলে?
ম্যাচ হারলেই বলা হয় আশরাফুল এর জন্য হারছি
আজ কি আশরাফুল ছিলো? বা এর আগের ম্যাচে? বা টি২০ তে?
তাও তো বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতাতেই হারলো
কিছু তথ্য পেলাম ফেসবুকে. শেয়ার না করে থাকতে পারলাম না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচই জিতছে। ১০০ রান করে কে জেতাইছে?
দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ একটা ম্যাচই জিতছে । ৮৭ রান করে কে জেতাইছে?
পূর্ন শক্তির শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। সর্বচ্চো রান ছিল ৫১। কার?
টিটোয়েন্টি ম্যাচে কোন টেস্ট টিমের বিপক্ষে প্রথম জয়ে ম্যান অফ দা ম্যাচ (৬১ রান ২৭ বলে) কে?
টানা ৫ বছরে (১৯৯৯ - ২০০৪) লাগাতার ৪৭ ওয়ানডে ম্যাচ হারার বিশ্বরেকর্ড গড়ার পর বাংল...াদেশ প্রথম ম্যাচ জিতিয়েছে (৫১ রান ৩২ বলে, পুর্নশক্তির জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র জয়) কে?
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বচ্চো ইনিংসটি (১৫৮ রান বিপক্ষ ভারত) কার?
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম সময়ে (২৬ মিনিটে) অর্ধশত রান করার বিশ্বরেকর্ড কার দখলে?
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে (১৭ বছর) শত রান করার বিশ্বরেকর্ড কার দখলে?
টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম বলে (২০ বলে, প্রাক্তন বিশ্বরেকর্ড) হাফ সেঞ্চুরি কে করেছে?
বাংলাদেশের কোন খেলোয়ারের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে শচীন টেন্ডুলকার এবং স্টিভ ওয়াহ তাদের গ্লাভস উপহার দিয়েছিলেন?
বাংলাদেশের কোন ব্যাটসম্য্যন যার গড় রান ২৩ হওয়ার পরেও সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, রবি শাস্ত্রী, গ্রান্ট ফ্লাওয়ারদের মত লোকেরা “most talented batsman of Bangladesh” বলে অভিহিত করেন?
তাঁর সাথে নাকি আবার জুনায়েদ/ইমরুল/রকিবুল/মাহমুদুল্লা/মুশফিক এদের তুলনা করা হয়!। এরা নাকি তাঁর চেয়ে ভাল খেলোয়ার।
জুনায়েদের গড় কত ? ২৩! ইমরুলের ? ২৯, টেস্টে ১৭! মুশফিকের? ২৫! রকিবুলের? ২৭ (স্ট্রাইক রেট ৬২!) টেস্টে ১৯! নাইমের? ২৪! অলকের? ১৯! টেস্টে ১৭!
এরা সবাই ৫০/১০০ করে ম্যাচ খেলেছে। ম্য্যচ কম খেললে গড় রান বাড়িয়ে নেয়া তুলনামূলক সোজা। একটা ম্যচ ভাল খেললেই গড় অনেকখানি বেড়ে যায়। এদের বাড়ে না কেন?
ধারাবাহিকতা? সাকিব বাদে আর কোন খেলোয়ারের ধারাবাহিকতা আছে? মুশফিকের অবশ্য প্রায় প্রতি ম্যচে ১/২ টা করে ক্যচ/স্ট্যাম্পিং/রানআঊট মিস করার ধারাবাহিকতা আছে! (যা কখনো কখনো সেঞ্চুরী করেও পোষানো যায় না)
আমি জানি অনেকেই আমাকে গালি দিবেন।
কিন্তু ভাই ব্লগতো নিজেকে প্রকাশ করার জায়গা।
আমার যা মনে হয়েছে আমি লিখেছি।
আপনাদের পছন্দ না হলে বলে দিবেন যে আপনি মানেন না।
কিন্তু গালি গালাজ কমেন্ট আশা করিনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



