![]()
সমুদ্র সবসময় সমুদ্রচারীর অনুকূলে থাকে না। উঁচু ঢেউ মাঝে মাঝে বিশালাকার জাহাজের এ পাশ থেকে ও পাশে চলে যায়। আর তেলবাহী জাহাজ গুলোর ফ্রি বোর্ড (পানি থেকে ডেকের উচ্চতা) ও অনেক কম থাকে।
![]()
বিশাল ঢেউয়ের বুকে আছড়ে পড়ছে জাহাজ। কোন পিছিয়ে পড়া নয়। এটাই চ্যালেঞ্জ।
![]()
ডাঙ্গায় চালানোর গাড়ি জলপথে আনার সময়। সামান্য ঢেউয়ের ধাক্কাতেই চুরমার হয়ে চ্যাপ্টা হয়ে গেছে। বাস ড্রাইভাররা সাধে তো আর এদেরকে প্লাস্টিক বলে না
![]()
পাহাড় সমান উঁচু ঢেউ ঠিক আপনার জাহাজের পাশে। কি করবেন? কিচ্ছু করার নাই। যা করার ঢেউটাই করবে। JUST ENJOY!!
![]()
সমুদ্রচারীরা সেখানেই যায় যেখানে অন্য কেউ যাওয়ার সাহস ও করে না। শুধু ছবি দেখে ফিলিংস নেয়।
![]()
দুঃসাহস তাই যা তোমাকে উদ্দাম সমুদ্রের প্রতিকূলে নিয়ে যায়।
![]()
বে অব বিসকে (BAY OF BISKAY)! কুখ্যাত স্থান যেখানকার অবস্থা বছরের সব সময়ই এমন!! ৪৩ হাজার টনের এই কেমিক্যাল ট্যাংকার কে যেন স্বাগতম জানাচ্ছে। WELCOME TO MY TERRITORY.
![]()
মনে হচ্ছে যেন জাহাজে চড়ে পানিগুলোও মহাসাগর পাড়ি দিতে চায়।
অনেক তো হল ঝড় আর ঢেউ। এবার দেখুন কিছু সামুদ্রিক দুর্ঘটনা।
![]()
আগুন জাহাজের সবচে বড় শত্রু। পর্যাপ্ত সতর্কতা আর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এরকম হয়। ক্ষতি হয় লাখ লাখ ডলারের সম্পত্তির।
![]()
অসতর্ক জাহাজ পরিচালনার ফলাফল। এক টা ভুল অনেক ক্ষতি। সমুদ্র কখনোই সেকেন্ড চান্স দেয় না।
![]()
তেলবাহী জাহাজে বিস্ফোরণ। অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে কি হবে এখানে?? LET IT BURN! এজন্যই তোমরা বল LADIES FIRST আর আমরা বলি SAFETY FIRST.
অনেক হল ঢেউয়ের দোলা অনেক হল আগুন।
এবার এসে আমাদের বন্ধুদেরও দেখুন।
![]()
ডলফিন। এদের কথা আর কি বলব। জাহাজ দেখলেই তার সাথে পাল্লা দেয়া চাই। একাকি হোক বা দলবেঁধে হোক।
ভাবসাব দেখে মনে হয় যেন গাইড দিয়ে নিয়ে যাচ্ছে।
![]()
আজব। থেমে থাকা জাহাজ দেখেও যেন ফুর্তির শেষ নাই। অবশ্য হয়ত মনে মনে ভাবছে কিরে এটা চলে না ক্যান??
![]()
এই কাঠবিড়ালি লাঞ্চ সারছে। শিপের কিচেন থেকে চুরি করে এনেছে বোধ হয়। যেই কিউট! খাবার চাইলে তো এমনেই দিত কেউ। চুরি করা লাগে?? ছবি তোলার জন্য ভাবটা ভালোই নিছে অবশ্য।
![]()
তাইওয়ানের পাশ দিয়ে কোন জাহাজ যাওয়ার সময় তার সাথে করে নেক্সট পোর্টে কম করে হলেও ১৫ জোড়া কবুতর নিয়ে যাবে। চারদিকে পানি আর পানি। অথচ পান করার মত মিষ্টি পানির খুব অভাব। তাছাড়া খাবার ও তো সারতে হবে! পায়ের রিং গুলো দেখতে পাচ্ছেন?? এগুলোতে হাবিজাবি কি যেন লেখা থাকে। মনে হয় মালিকের নাম।
![]()
সেখান থেকে ছুটে এসে আমাদের সাথে মুক্তির আনন্দ উদযাপন করে এবং কোন রকম ভয় ই পায়না। :>
এবার দেখুন কিছু মজার জিনিস
![]()
আপনার কি মনে হচ্ছে?? একটি বড় ঢেউ এসে জাহাজটিকে উড়িয়ে এনে ফেলেছে?? ঘটনা তা না। এটা একটা রেস্টুরেন্ট। অবস্থান সাউথ কোরিয়া।
![]()
আর এটা ১১০ বছরের পুরনো একটি জাহাজ। কিন্তু গাছ পালা গজিয়ে ভাসমান এক বনে পরিণত হয়েছে। অবস্থান অস্ট্রেলিয়া।
![]()
জাহাজে সমুদ্রচারীদের ক্রিকেট খেলা। পানিতে বল পড়লে যে ফালাবে সে আনবে। সহজ সিস্টেম। আসেন খেলি।
![]()
এভাবে প্রতিটা শান্ত সকাল দেখা সত্যি বিশাল ব্যাপার। যারা এতক্ষন সমুদ্রের উত্তাল রূপ দেখে ভয় পাচ্ছিলেন তারা এমন একটা সকাল দেখলে সব ভুলে যাবেন। প্রকৃতি যেন এসে বলছে “ওই কালকে যে তোদের জাহাজ দোলায়া ভাউ দিছিলাম ভয় পাইছস?? ” রেড সি এর লাল পানির ভয়ঙ্কর অসহ্য সৌন্দর্য দেখে কোন এক নাবিক নাকি জাহাজের পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সমুদ্রে।
![]()
হতেই পারে। কি বলেন??
![]()
এটাই সব কথার শেষ কথা। ভালো থাকবেন। আর আমাদের নিরাপদ একেকটা ভয়েজের জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




