গভীর জঙ্গল । মানে সূর্যর আলো এক অধ বেলা ঢুকে আর বাকি time অন্ধকার অন্ধকার থাকে । তো সেই জঙ্গল এ নানা রকমের ছোটো বড় পশু পাখির বাস । বাঘ, সিংহ , হাতি, গাধা থেকে শুরু করে ইদুর কাঠবিড়ালি এমনকি পিপড়া পর্যন্ত । যথারীতি সিংহ হলো বনের রাজা আর বাকি সকল পশু প্রাণী কুল যার যার কাজ নিয়ে "মাথার ঘায়ে কুত্তা পাগল" টাইপ এর ব্যস্ত থাকে । শুধু একমাত্র গাধায় কোনো কাজ কাম করে না । সারাদিন গাধার সময় কাটে জঙ্গল এর পাশের একটা মাঠে , যেখানে অনেক স্যাস্তবতী অস্ট্রেলিয়ান গাভী প্রতিদিন ঘাস খেতে আসে । গাধা সারাদিন মাঠের চার পাশে ঘাস খায় আর মিটি মিটি গাভী গুলোর দিকে তাকায়ে থাকে । গাধা অবশ্য আরেকটা কাজ করে , সেটা হলো লেজ আর কান দিয়ে মশা তাড়ানো । এই মশা গুলো হচ্ছে গাধার মূল শত্রু । সবসময় বিরক্ত করে । একটু মনোযোগ দিয়ে গাভী গুলোর দিকে ড্যাব ড্যাব তাকিয়ে থাকবে , সে ফুসরত ও দেয় না । এই জন্য সে মশা বাহিনীর উপর ভিসন ক্ষেপা । সুগোগ পেলেই যে মশা কে এক হাত দেখে নিবে , এ চিন্তা গাধার মাথায় সব সময় কাজ করে ।
তো সব পশু - পাখি যেহেতু খুব ব্যস্ত থাকে, তাই সবার সাথে সবার যাতে দেখা সাক্ষাত হয় এই জন্য মাসে একবার সবাই একসাথে মিলিত হয় । জঙ্গল ভিতর বড় একটা বট গাছ টাইপ এর গাছ আছে , সেটাই সবার মিলিত হবার স্থান ।
কোনো এক মাসের মিলিত হবার দিনে সবাই গাছের নিচে উপস্থিত হলো । বনের রাজা সিংহ ও হাজির । যথা রীতি মিথিং চলছে । হটাত কাউকে কিসু বুঝতে না দিয়ে গাছটা হুরমুর করে ভেঙ্গে পড়ল । যেহেতু গাছের নিচে মিটিং চলছিল , অনেক পশু আহত , নিহত হলো । অনেক পাখি ঘর হারা হলো । সে এক হৃদয় বিদারক দৃশ্য । তো সবাই কে গাছের নিচে থেক উদ্ধার করা হলো , কিন্তু গাধার কোনো খোজ নাই । সবার ভিতর রা রা পরে গেল, গাধা কই গাধা কই ? গাধার খোজ শেষ পর্যন্ত পাওয়া গেল , ওই মাঠের পাশে , একটা গভীর লেজ মুখে নিয়ে টানা টানি করসিলো (মানে উত্যেক্ত করছিল আর কি ) । তো বনের রাজা সিংহ কে যখন গাধার এ ব্যাপার টা জানানো হলো , সে খুব নাখোস হলো । একে তো মিটিং এ আসে নাই , আবার অন্য জায়গার গভীর লেজ ধরে টানাটানি ! তো শাস্তি সরূপ গাধাকে বলা হলো , একদিনের ভিতর এই গাছ ভেঙ্গে পরার রহস্যের বের করতে হবে ।
গাধা পড়ল মহা বিপদে ! এমনিতেই মাথায় কিসু কাজ করে না , তার উপর আবার তদন্ত । চুপ চাপ চিন্তা করতে বসলেই খালি , গাভী দের কথা মনে পরে । কি সুন্দর দুলে দুলে ঘাস খায় । দেখতে দেখতে দুই দিন কেটে গেল , কিন্তু গাধা রহস্যের কোনো কুল কিনারায় খুঁজে পেল না । তো দুই দিন পর তাকে সবার সামনে উপস্থিত করা হলো, সে কি সমাধান বের করলো । সবাই গাধার দিকে তাকায়ে আছে , কিসু শোনার জন্য আর গাধা আম.. আম.. এ... উ.. করে যাচ্ছে । আর মশা বাহিনী তাকে যথারীতি বিরক্ত করে যাচ্ছে । হটাত করেই , জীবনে প্রথম বারের মত গাধার মাথায় বুদ্ধির আলো জলে উঠলো । সে বলল যে সে গাছ ভেঙ্গে পরার রহস্যের সমাধান করে ফেলেসে ।
সবাই উতসুক,
-- কি সেই সমাধান ?
-- সমাধান হলো , মিটিং যখন হচ্ছিল , তখন এক দোল মশা গাছের উপর ওরা উরি করসিলো , মশার পাখার বাতাসের ঝাপটায় , বড় গাছ তা হুরমুর করে ভেঙ্গে পরছে ।
সবাই প্রথমে ভাবলো, গাধা মনে হই মজা করছে, পরে যখন সবাই বুঝলো যে গাধা আসলে মজা করসে না , তখন গাধাকে জানানো হলো যে , এত বড় গাছ ফেলতে যে বাতাসের দরকার , তা তৈরী করবার মত জোর মশার নাই । কিন্তু কে শুনে কার কথা । গাধার দাবি মশাই এ কাজের জন্য দায়ী । কয় এক জন মানুষ ধাক্কায়ে যদি আট তলা ভবন ফেলে দিতে পারে , তাহলে মশার পাখার ঝাপটায় কেন গাছ ভেঙ্গে পড়বে না ?
গাধার যুক্তি শুনে , এত কষ্টে মাঝেও সবাই হো হো করে হেসে উঠলো । এমন কি গাছ ভেঙ্গে পরার জন্য যে উই পোকা গুলো দায়ী তারাও । পশুরাজ কিসুক্ষন ধরে এই ফালতু পেচাল শুনছিল । রাগ আবার বেশি তো, তাই আর বেশিক্ষণ ধর্য্য রক্তে পারল না ।
রেগে উঠে বলল ,চুপ কর আহাম্মক , More Kick on His Ass ।
সবাই সিংহের সাথে গলা মেলালো, More Kick on His Ass ।
এর পরথেকে গাধাকে দেকলে সবাই বলে More Kick on His Ass (MoKHA)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



