
তুমি এ দেশের শ্রেষ্ঠ রূপকার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমার চির অহংকার।
বঙ্গবন্ধু তুমিতো নও শুধু একটি নাম
তুমি একটি দেশ ও প্রতিষ্ঠান
তুমি সর্বদা চেয়েছো এ দেশের তরে কল্যাণ।
তোমায় খুঁজে পাই সকল রাগে অনুরাগে
তোমার নির্দশেনায় পথ চলতে ভালো লাগে।
তোমার নামে ছড়ায় যারা হাজার বিষবাণী
তারাই এখন চলছে পথ ফুলিয়ে বক্ষ খানি।
হয়তো দূর আকাশের তারার মতন নিজেকে জ্বালিয়ে
সকল আঁধার দূর করবে কুঝ্ঝটিকা সরিয়ে।
তোমার তরে সইব নাকো কোন অপমান
তুমি মোর চিরচেনা নায়ক সে মহান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


