দু'কুল প্লাবি বহতা নদীও তো
একদিন মরে যায়।
সকালের ফোটা নানা রং সুন্দর সুবাস
এক সময় ঝির ঝিরে হাওয়ায় অধঃমুখে মাটি ছোঁয়।
এ রকম অনেক উৎস মুখ প্রাচীর ঘেরা হলে
যৌবনবতী রমণীরাও মাতৃত্ব হারায়...
ফারাক্কার মরণ বাঁধে মরুভূমি হয়
শ্যামল দেশ লাবণ্যময়ী নারী।
ফসলের হরিৎ মাঠে কিংবা নিবিড় অরণ্যে
এক রকম বাতাসে হলুদ দুঃখের পতাকা ওড়ে
সময়ে সময়ে ফলবান বৃক্ষ ফল দিতে দিতে আর দেয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



