ক্রিকেট খেলায় হেরে যাওয়া মানে জাতির হার । আজ হেরে গেলাম জাতির মুখে জুতা । কাল জিতব জাতির মুখে সোনা। কি আমার ক্রিকেটরে!!!! এই যদি হয় তরুন প্রজন্মের চেতনা।
যে অধিনায়ক খেলায় জেতালো সে খুব ভালো । যদি না জেতায় খুব খারাপ।
একসময় আমরা ক্রিকেটে বেশী বেশী হারতাম। এখন তুলনামুলক বেশী জিতছি। আবার এমন সময় আসতে পারে হারব বেশী । আবার এমন সময় আসতে পারে জিতব বেশী।
এজন্য জাতির কি আসে যায়। কোটি কোটি টাকা খরচ করে গরীব দেশ জিতে আসুক বা হারুক সেটা মুখ্য নয়। মুখ্য অভাবমুক্ত, ন্যায় ও সততার বাংলাদেশ।
খেলায় জিতে গেলাম আর আমরা দেশপ্রেম লাভ করলাম!! হেরে গেলাম কি অপমান।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




