![]()
আমি এই দাবির সাথে একমত , কারন দাবিটি যুক্তিক ।
কিন্তু কিশোরগঞ্জ কে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ এর সাথে নেবার বা দেবার দাবিটি মুটেও যুক্তিক নয় বলে মনে করছি ।
কিশোরগঞ্জ এর মানুষ ঢাকা বিভাগ এর সাথে মিলে মিশে একাকার হয়ে আছে ।
যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, রাজনীতি ও মানবিক সকল দিক বিবেচনা করলে ঢাকা বিভাগ কিশোরগঞ্জ এর জন্য সর্বোত্তম ।
কিশোরগঞ্জ এর মানুষ কোন ভাবেই কিশোরগঞ্জ কে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ এর সাথে নেবার প্রস্তাব মানে বলে মনে হয় না ।
প্রাচীন সম্পরক নূতন করে জোড়া লাগানোর আবেগ ছাড়া আর কোন বিষয় এ প্রস্তাবের পক্ষে যায় না ।
এই সিদ্ধান্তের প্রতিবাদে কিশোরগঞ্জ এর সর্বসাধারন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে ।
তাই সংশ্লিস্ট সকলকে কিশোরগঞ্জ কে প্রস্তাবনা থেকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে এগিয়ে যাবার আহ্বান করছি ।
অন্যথাই বিষটি জটিল হয়ে উঠতে পারে এবং কিশোরগঞ্জ এর মানুষ রাজপথে নামতে পারে
।
আমাদের প্রানের জেলা কিশোরগঞ্জ ঢাকা বিভাগে আছে ঢাকা বিভাগেই থাকবে এই হবে আমাদের শেষ অবস্থান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




