বছরখানেক আগে মোনালিসার সঙ্গে জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিবের প্রেম-বিয়ের জোর গুঞ্জন উঠেছিল। এরপর হুট করে হাবিব বিয়ে করার পর সেই গুঞ্জন ধামাচাপা পড়ে। তবে এবার মোনালিসা নিজেই সুদূর আমেরিকায় বসে বিয়ে করে নাটকীয়তার জন্ম দিলেন নিজের ফেসবুকে আংটি বদলের একান্ত ছবি আপলোড করে।
না, কোনো গুঞ্জন নয়। এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। মোনালিসা তার ফেসবুক ওয়ালে নিজের আপলোড করা বর-কনে সাজে আংটি বদলের ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন। যে ছবিগুলোর কমেন্ট বক্সে অগণিত ভক্ত মোনালিসাকে শুভেচ্ছাবাণীতে তাদের অভিনন্দিত করেছেন। যদিও ভক্তদের এমন উচ্ছ্বাস আর শুভেচ্ছাবাণীর বিপরীতে মোনালিসার তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যতটুকু জানা যায়, তার স্বামীর নাম ফাইয়াজ শরীফ। তিনি আমেরিকা প্রবাসী একজন তরুণ ব্যবসায়ী। তরুণ এই ব্যবসায়ীর সঙ্গে গত ১৭ জুন আনুষ্ঠানিকভাবে আংটি বদল হয় তার। অনেকেই বলছেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ঢাকায়। জানা যায়, এ বিয়ে উপলক্ষে গেল সপ্তাহে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়েন মোনালিসা, তার মা ও বোন।
তার বিয়ের বিষয়টি আমেরিকায় অবস্থিত বেশ কজন সহশিল্পী নিশ্চিত করলেও এ বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারেননি কেউই। এদিকে এ ব্যাপারে কথা বলতে আমেরিকায় মোনালিসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, ২/১ দিনের মধ্যে মোনালিসা তার নতুন বরকে নিয়ে ঢাকায় ফিরে আসবেন। তখনই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বিষয়টি।
গেল ১৭ জুন আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার জন্যই মোনালিসা আমেরিকা যান। তবে সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা কিংবা আংটি বদলের কারণে শেষতক ঢালিউড অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠানেই অংশ নেননি তিনি।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১২ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



