
বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে জামাত-শিবির ও তাদের পক্ষের লোকেরা যা করেছে, তাতে জংগীবাদের প্রসারণ স্পষ্ট হয়েছে; ইহা গত ক্যু'এর ভালো ফলাফল! ইহা ইহুদীদের পক্ষ দেখেছে ও আমেরিকান দুতাবাস দেখেছে।
ব্লগে কিছু লোকজন ইহাকে "দুষ্ট আওয়ামীদের কাজ" বলে চালায়ে দিচ্ছে! সামু ব্লগে নতুন নকিব এসব বলছে, মেঠোপথ কমেন্ট করছে, ভুয়ারা আনন্দিত হচ্ছে! কিন্তু আমেরিকান ও ইউরোপিয়ান দুতাবাসগুলো কি নতুন নকীবের পোষ্টের জন্য বসে আছে?
ব্লগার ঢাবিয়ান বরাবরই চেয়ে আসছিলো মিলিটারী যেন ক্ষমতা নেয়, মানুষ যেন রাস্তায় নামে; গতকাল মানুষ রাস্তায় নেমেছে; আজকে উনার তা পছন্দ হচ্ছে না। এটুকুই যদি রাজনৈতিক প্রজ্ঞা হয়, জাতি পাকিস্তানের চেয়েও খারাপ হবে।
যেভাবে আমেরিকান ও কানাডিয়ান ব্যবসায় হামলা চালানো হয়েছে, বুঝা যাচ্ছে যে, সন্ত্রাসীরা জানে না যে, এসব ব্যবসার মালিকানা কাহাদের! গর্দভরা কোন কিছুই সঠিকভাবে বুঝে না।
আপনারা যারা আমাদের গত ক্যু'এর ফলাফল বুঝতে পারছেন, তারা চিন্তা করুন, জাতিতে যেভাবে জংগীবাদের দ্রুত সম্প্রসারণ হচ্ছে, ড: ইউনুস ইহাকে থামাতে পারবে কিনা? না'থামাতে পারলে, আমেরিকা ও ইউরোপের ক্রেতা ( মুলত ইহুদী ব্যবসায়ীরা ) আমাদের গার্মেন্টস প্রোডাক্ট কিনবে কিনা?
শুধু পোষ্ট লিখে ৫/৬ জন কমেন্ট করে দেশের মানুষের আচরণ ও আসল পরিবেশকে কেহ থামাতে পারবে না; মানুষকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হবে, ইহা হতে হবে ড: ইউনুসের কাজ;দেখা যাক, সুদের রাজা কতদুর কি করে!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



