
জামাত-শিবির, এনসিপি, বিএনপি, বা ড: ইউনুস জাতির জন্য কোন প্রোগ্রামের কথা বলছে গত ৯ মাসে? নাকি শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ ব্যান করার কথা বলে চলেছে?
আমাদের ৩০ জন ব্লগার কি চান? আমি তো দেখছি, সবার ধারণা আমাদের উচিত ভারতকে শিক্ষা দেয়া, শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে আনা ও আওয়ামী লীগকে ব্যান করা।
এসব চলে এসেছে গত ৫৪ বছর; ফলে, জামাত-শিবির বা জংগী ছাত্রদের এনসিপি এর বাইরে কিছু জানে না; ব্লগারেরাও এর বাইরে কিছু জানে না।
শেখ মুজিবের বাড়ী পোড়াও, কোক, ফেনসিডিল, ভারতীয় ট্রাক ও পেঁয়াজ বর্জন করো; ইহাই রাজনীতি, ইহাই চলতে থাকুক।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



