
ডাক্তার, ইন্জিনিয়ার, টেকনিসিয়ান, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ইত্যাদি হতে হলে বিজ্ঞান পড়তে হবে, এইসবের প্রয়োগে আস্হা ও দক্ষতা থাকতে হবে; এগুলো মানুষের মৌলিক জ্ঞানের সম্প্রসারণ ঘটায়। মাদ্রাসাের শিক্ষক, মসজিদের ইমাম হতে হলে, এসবের দরকার নেই, দরকার হবে ইসলামিক সংস্কৃতিতে জ্ঞান।
আমার মায়ের শরীরে বড় ১টি সমস্যা ছিলো; শহরের নামকরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম (২০০১ সাল); ডাক্তার দেখে ২/১ ধরণের চিকিৎসার কথা বললেন, সায়েন্টিফিক মনে হলো; কিন্তু ডাক্তারের সর্বশেষ বাক্যা ছিলো, "আমরা উছিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি, সবকিছু উনার হাতে"। মা ভয় পেলেন কিছুটা, ডাক্তারের কথায় ভরসা পেলেন না ; আমি বুঝায়ে বললাম যে, আজকালের ডাক্তারেরা পড়ালেখা করছেনা; এরা এই ধরণের বকবক করে, খারাপ অভ্যাস।
আমাদের ডাক্তারেরা ইসলামিক সংস্কৃতি মেনে চলছেন, ইন্জিনিয়াররা তাবলীগ করছেন; মাদ্রাসার শিক্ষকরা জামাত-শিবিরের রাজনীতি করছে। আমাদের ডাক্তার, ইন্জীনিয়ার, শিক্ষকদের ভাষায় সায়েন্স টেকনোলোজীর ভাষা নেই, আছে ধর্মীয় সংস্কৃতির নরম ভদ্রতার চাপ ।
যারা ধর্মীয় রাজনীতি করে, এদের মৌলিক জ্ঞান সম্প্রসারিত হয় না; এরা সায়েন্স, টেকনোলোজী, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, ফিলোসফি, জীবনযাত্রার মান সম্পর্কিত বিষয়, ইত্যাদিতে ভালো নয়; ধর্মীয় সংস্কৃতি এদেরকে জীবন-বিমুখ করে রেখেছে ও এদের জীবনে মৌলিক ধারণার বিকাশ ঘটতে দেয়নি।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



