
আজকের মানুষ আগের মানুষের চেয়ে অনেক অনেক দয়ালু; মানুষ সময়ের সাথে জ্ঞান অর্জন করেছেন, জ্ঞানই মানুষকে দয়ালু করে তুলেছে। যেকোন মেয়ে সুশিক্ষিত স্বামী চায়; কারণ, জ্ঞানীরা দয়ালু।
২ দিন আগে আপনারা বাংলাদেশে হিংস্র মানুষের প্রতিবাদ দেখেছেন? এরা বাটার দোকান ভেংগেছে, ফ্রেনসাইজড কেএফসি, পিজ্জা দোকান ভেংগেছে; ফ্রেনসাইজড দোকানের মালিক কে? মালিক হচ্ছে বাংগালী মানুষ, বাংগালী পরিবার, ইসরায়েল নয়! এসব হিংস্র ইডিয়টরা কি এই সামান্য বিষয় বুঝে না কেন? কারণ, এদের জ্ঞান নেই।
এইসব হিংস্রদের দলে লেখক ছিলো, কবি ছিলো, রাজনৈতিক টাউট ছিলো, দলের ক্যাডার ছিলো, ধর্মীয়রা ছিলো। এরা সবাই হিংস্র মানুষ।
আমি প্রবাসে, বহু দেশে রাত ২/৩'টায় হেঁটেছি; মানুষ হেঁটে যাচ্ছে, কোন অসুবিধা হয়নি এই জীবনে। আমি অবশ্য ঢাকায়ও হেঁটেছি রাতে; তবে, আমি খুবই এলার্ট ছিলাম; প্রবাসে রাতে হাঁটার সময় আমি উপভোগ করেছি, রিলাক্স ছিলাম; ঢাকায় হাঁটার সময় এলার্ট ছিলাম।
ঢাকার প্রচুর মানুষ ভয়ানক হিংস্র; আমাদের জাতির প্রশাসনের লোকজন সাধারণ মানুষকে শিক্ষিত করার জন্য সরকারী টাকা ব্যয় করেনি; মানুষ শিক্ষিত হওয়ার সুযোগ পায়নি, এরা অশিক্ষিত রয়ে গেছে; এরা এখন হিংস্র। আসলে, এখন যারা আমাদের দেশে মব চালু করেছে, এরা ভয়ানক হিংস্র।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



