
ড: ইউনুস শঠ মানুষ, তিনি রাজনীতি জানেন না, তিনি আমেরিকান দুতাবসের ষড়যন্ত্রের অংশ; তিনি এনজিও-মালিকের চোখে দেখেন জাতিকে, এবং জাতির জন্য কান্নাকাটি করে ডলার এনে, নিজে বিলিওনিয়ার হয়েছেন।
ব্যক্তিগত দক্ষতা, ব্যবসায়িক জ্ঞান ও দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্হা বুঝার দিক থেকে ড: ইউনুস ও শেখ হাসিনার মাঝে কোন তুলনা নেই; কিন্তু ডক্টরেট সাহেব আমেরিকান ক্যু'এর অংশ হয়ে জাতির সাথে শঠতা করায় ও জামাত-শিবির ও স্বাধীনতা-বিরোধীদের দেশ দখল ও পরিচালনার সাথী করে, জাতিকে দীর্ঘমেয়াদী সমস্যার মাঝে নিয়ে গেছে; জাতি আরেকবার প্রতারিত হয়েছে।
ড: ইউনুস ২০০৭ সালে বাংলাদেশে 'সুদখোর' হিসেবে পরিচিত ছিলো। ড: ইউনুসের শুরুটা (১৯৭৮ সাল ) ছিলো গরীবের বন্ধু হিসেবে, কিন্তু ক্রমেই মানুষ উনার শঠতার শিকারে পরিণত হয়; মানুষ ঋণের জালে আটকা পড়ে।
উনার সংস্হা থেকে ৮৫ লাখ পরিবার ঋণ নিয়েছে; কিন্তু ২০০৭ সালে দল গঠন করার চেষ্টা করে ফেইল করেন জনপ্রিয়তার অভাবে। ৮৫ লাখ পরিবারের মাঝে ৮৩ লাখ পরিবার উনার বিপক্ষে যাবে।
ব্লগে কিছু ব্লগার উনাকে অনেক উপরে তোলার চেষ্টা করছে; ইহার মুলে কি আছে? ইহার মুলে আছে, এরা মুলত: রাজনীতি বুঝে না ও এরা স্বাধীনতা-বিরোধীদের উত্তরসুরী হওয়ার সম্ভাবনা আছে; এছাড়া এরা জাতির সামগ্রিক উন্নয়নের মত বিষয়গুলো বুঝে না; বারবার ক্যু'এর ফলে জাতির কি ক্ষতি হচ্ছে, তা এদের কাছে পরিস্কার নয়। এদের ধারণা সস্তায় চাল, ডাল দেয়ায়ই রাজনীতি; কিন্তু সস্তায় চাল, ডাল বিক্রয় হলে, চাল, ডাল উৎপাদনকারীর কি হবে, এরা সেই হিসেব বুঝে না।
ড: ইউনুস ব্যক্তিগতভাবে যেই রকম দক্ষ, তিনি অবদান রাখতে পারতেন; কিন্তু সাথে জামাত-শিবিরকে সামনে এনে জাতিকে ভয়ংকর সমস্যার মাঝে নিয়ে গেছে, যা থেকে জাতিকে তিনি বের করতে পারবেন না।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



